কোমা থেকে ফিরলেন চিতা

মাথায় ৯টা বুলেট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। টানা দু’মাস কোমায় আচ্ছন্ন থাকার পর অনেকেই ভেবেছিলেন আর বুঝি ফিরবেন না সিআরপি কর্তা চেতনকুমার চিতা। কিন্তু জ্ঞান ফিরেছে তাঁর। কথাও বলছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০৩:১২
Share:

লড়াকু: বাড়ির পথে সিআরপি কর্তা চেতনকুমার চিতা। ছবি: পিটিআই।

মাথায় ৯টা বুলেট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। টানা দু’মাস কোমায় আচ্ছন্ন থাকার পর অনেকেই ভেবেছিলেন আর বুঝি ফিরবেন না সিআরপি কর্তা চেতনকুমার চিতা। কিন্তু জ্ঞান ফিরেছে তাঁর। কথাও বলছেন। দিল্লির যে বেসরকারি হাসপাতালে এত দিন তিনি ভর্তি ছিলেন বুধবার সেখান থেকে ছাড়া পেলেন চেতন।

Advertisement

চিকিৎসকেরা বলছেন, অলৌকিক! ১৪ ফ্রেব্রুয়ারি কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালান সিআরপি জওয়ানরা। দু’পক্ষের গুলির লড়াইয়ে গুরুতর জখম হন চেতন। মাথায় ৯টা বুলেটের ক্ষত, ডান চোখের হাড়ে গুরুতর চোট আর ভাঙা হাত নিয়ে অচেতন অবস্থায় প্রথমে তাঁকে শ্রীনগরের হাসপাতালে উড়িয়ে আনা হয়। সেখান থেকে যখন তাঁকে দিল্লির হাসপাতালে আনা হয় তখন বাঁচার তেমন আশা দেখেননি চিকিৎসকরা। তবু হাল ছাড়েননি।

আরও পড়ুন: গোমাংস বিতর্ক নিয়ে দু’ভাগ অজমের দরগা

Advertisement

বুধবার চেতনের স্ত্রী উমা সিংহ বলেন, “জানতাম ও সুস্থ হয়ে উঠবে। আমার স্বামী খুব দৃঢ় মনের মানুষ।” চিকিৎসকেরা জানান, এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। মাথার চোট গুরুতর ছিল। তাই সাময়িক শরীর অবশ হয়ে যাওয়া, মানসিক জড়তার মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন