Students Clenaned Toilets

পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার সরকারি স্কুলের, জানাজানি হতেই শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবি উঠল

পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১২:৫৪
Share:

পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক সরকারি স্কুলের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবিতে ক্ষোভ দেখালেন অভিভাবকরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

বেঙ্গালুরুর অন্দ্রহাল্লির একটি প্রাথমিক স্কুলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় জেলা শিক্ষা দফতর প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। শুধু তাই-ই নয়, রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে এই খবর পৌঁছতেই তিনি তদন্তের নির্দেশ দেন। এমনকি এই ঘটনায় যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তাঁর কথায়, “আমরা শিশুদের দিয়ে যা খুশি তাই করাতে পারি না। ন্যাশনাল সার্ভিস স্কিম এবং সেবা দলের ক্যাম্পে শিশুদের শিক্ষা দেওয়া হয় কী ভাবে বৃক্ষরোপন করতে হবে, কী ভাবে বাগান তৈরি করতে হয়, এ সব শেখানো হয়। কিন্তু শৌচালয় পরিষ্কারের বিষয়টিতে আমরা কোনও রকম অনুমতি দিইনি।” রাজ্যের প্রাথমিক এবং মধ্যশিক্ষা মন্ত্রী মধু বঙ্গারাপ্পা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে।

Advertisement

পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন