পলিথিন-বিষে ভরছে করিমগঞ্জ

ঘোষণাই সার। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে রাজ্য সরকারের নির্দেশ মানছেন না করিমগঞ্জের অধিকাংশ শহরবাসী। অভিযোগ উঠেছে, এ নিয়ে কোনও পদক্ষেপ করছে না জেলা প্রশাসনও।

Advertisement

উত্তম মুহরী

করিমগঞ্জ শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০১:২৫
Share:

পলিথিন ব্যাগেই চলছে কেনাবেচা। করিমগঞ্জে। — নিজস্ব চিত্র

ঘোষণাই সার। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে রাজ্য সরকারের নির্দেশ মানছেন না করিমগঞ্জের অধিকাংশ শহরবাসী। অভিযোগ উঠেছে, এ নিয়ে কোনও পদক্ষেপ করছে না জেলা প্রশাসনও।

Advertisement

বিশেষজ্ঞদের বক্তব্য, পলিথিন জাতীয় সামগ্রী সহজে নষ্ট হয় না। তা পোড়ানো হলে ক্ষতিকারক গ্যাস তৈরি হয়। রাস্তায় ফেলে দেওয়া পলিথিনের জিনিস নর্দমা আটকে দেয়। তাতে জল জমার সমস্যা বাড়ে। সে দিকে তাকিয়ে বছর দু’য়েক আগে গোটা অসমে পলিথিনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ওই সময় কয়েক দিন করিমগঞ্জের বিভিন্ন জেলায় পলিথিনের ব্যবহার রুখতে সক্রিয় ছিল প্রশাসন। কয়েক মাস আগে করিমগঞ্জের প্রাক্তন জেলাশাসক মনোজ ডেকার নির্দেশে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। পলিথিনের গুদাম বন্ধ করা হয়। অভিযান চলে বাজার-দোকানে। তার পর কয়েক দিন করিমগঞ্জ শহর পলিথিনের ব্যাগ বিক্রি ও তার ব্যবহার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

কিন্তু সম্প্রতি পরিস্থিতি ফের আগের অবস্থাতেই ফেরে। শহরবাসীর একাংসের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার জন্যই সবার চোখের সামনে অবাধে পলিথিন ব্যাগ
ব্যবহার করা হচ্ছে। করিমগঞ্জের জেলাশাসক প্রশান্তকুমার মহন্ত বলেন, ‘‘পলিথিন ব্যাগের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। সাধারণ মানুষ সচেতন হলে পলিথিন বন্ধ করা আরও সহজ হবে। কয়েক দিনের মধ্যেই এ নিয়ে ফের অভিযান শুরু করা হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন