ইন্দিরা-রাজীব থেকে সনিয়া গাঁধীর আমলে প্রায় আধা শতক কংগ্রেসে কাটিয়ে বিধবার বিজেপিতে যোগ দিলেন ৮৪ বছরের এস এম কৃষ্ণ। অমিত শাহের উপস্থিতিতে কৃষ্ণ এ দিন অটলবিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বললেন, ‘‘একটি সুদীর্ঘ জীবন কাটিয়ে আমার জীবন আজ এক গুরুত্বপূর্ণ পর্বে এল।’’ কৃষ্ণকে ‘দেশের সম্পদ’ অ্যাখ্যা দিলেন অমিত শাহ। দলীয় সূত্রে ইঙ্গিত কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচনে এই ভোক্কালিগা নেতাকে কাজে লাগাতে চাইছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।