Ranya Rao Gold Smuggling Case

জামিন পেলেও জেলেই থাকতে হবে রান্যাকে! গ্রেফতার হয়েছিলেন সোনাপাচার মামলায়

সোনাপাচার মামলায় রান্যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারেনি রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। সেই কারণে আদালত মঙ্গলবার তাদের ভর্ৎসনাও করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৮:০৫
Share:

জামিন পেলেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। —ফাইল চিত্র।

জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের। সোনাপাচার মামলায় মঙ্গলবার অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত শর্তসাপেক্ষে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছে। শুধু তাঁর একার নয়, এই একই মামলায় ধৃত অন্য অভিযুক্ত কোন্দারু রাজুকেও জামিন দিয়েছে আদালত। প্রত্যেককে দু’লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে।

Advertisement

সোনাপাচার মামলায় রান্যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারেনি রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। সেই কারণে আদালত মঙ্গলবার তাদের ভর্ৎসনাও করে। পরে অভিযুক্তদের জামিন মঞ্জুর করে আদালত। তবে শর্ত হিসাবে আদালত জানিয়েছে, জামিনে মুক্ত থাকাকালীন দেশত্যাগ করতে পারবেন না। এমনকি, সোনা পাচারের যে অভিযোগে গ্রেফতার হয়েছে, সেই ধরনের অপরাধ পুনরাবৃত্তি করতে পারবেন না অভিযুক্তেরা।

তবে জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পারছেন না রান্যা। তাঁর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। সোনাপাচার মামলায় কন্নড় অভিনেত্রী জামিন পেলেও বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জেলেই থাকতে হবে। সেই মামলায় জামিন পেলেই জেলমুক্ত হবে রান্যার।

Advertisement

গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেফতার হন রান্যা। অভিযোগ, তিনি নাকি দুবাই থেকে ভারতে সোনা পাচার করছিলেন। বিমানবন্দর থেকে বার হওয়ার আগে অভিনেত্রীর তল্লাশি চালিয়ে প্রায় ১৪ কেজির সোনার বিস্কুট উদ্ধার করেন গোয়েন্দারা। যার বাজারমূল্য সাড়ে ১২ কোটি টাকা। পরে রান্যার বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে দু’কোটি টাকার সোনার গয়না এবং আড়াই কোটির বেশি নগদ পাওয়া যায়। কোথা থেকে এত টাকার উৎস বা সোনার বৈধ রসিদ কিছুই দেখাতে পারেননি অভিনেত্রী। সোনাপাচার মামলায় ডিআরআই-এর আবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। পরে এই একই মামলায় তদন্ত শুরু করে ইডিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement