প্রতীকী ছবি।
চিকিৎসা করাতে এসে যৌন হেনস্থার শিকার হলেন এক রোগী। বেঙ্গালুরুর ঘটনায় গ্রেফতার চিকিৎসক।
পুলিশ সূত্রে খবর, গত ১৮ অক্টোবর এক ত্বক বিশেষজ্ঞের ক্লিনিকে গিয়েছিলেন তরুণী। তাঁর ত্বকে সংক্রমণ ধরা পড়ায় ওই চিকিৎসকের কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন। অভিযোগ, তাঁর ত্বকের সংক্রমণের জায়গাগুলি দেখার অছিলায় পোশাক খোলাতে বাধ্য করেন। পরীক্ষার বাহানায় আপত্তিজনক ভাবে শরীর ছুঁতে শুরু করেন। তাঁকে জোর করে চুম্বনের চেষ্টাও করেন।
তরুণীর আরও অভিযোগ, চিকিৎসক তাঁকে একটি হোটেলে দেখা করতেও বলেন। প্রতিবাদ করায় চিকিৎসক হুমকি দেন বলে অভিযোগ। এর পরই তরুণী তাঁর পরিবারকে গোটা ঘটনাটি জানান। তার পরই ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছে। চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জোরালো হচ্ছে।