হল তাঁর সাধ

তিনি দেশের একশো জন ধনীর অন্যতম। তাঁর প্লাস্টিক সংস্থার বার্ষিক ব্যবসার পরিমাণ ৬০০ কোটি টাকা। সেই ভ্রমরলাল রঘুনাথ দোশী সন্ন্যাস নিলেন। ৩০ মে রাজবেশে তিনি আমদাবাদ এডুকেশন গ্রাউন্ডের মঞ্চে। সেই মঞ্চ ৪৫০ ফুট লম্বা, ৯০ ফুট উঁচু। নাম সংযম জাহাজ। অনুষ্ঠানস্থলটি তৈরি করতে খরচ হয়েছে একশো কোটি টাকা। হাজির ছিলেন দেড় লক্ষ মানুষ। তাদের সামনে পর দিন, ৩১শে সব সম্পত্তি ছেড়ে দিয়ে জৈন সন্ন্যাসে দীক্ষা নিলেন ভ্রমর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:৩০
Share:

ছবি: এএফপি।

তিনি দেশের একশো জন ধনীর অন্যতম। তাঁর প্লাস্টিক সংস্থার বার্ষিক ব্যবসার পরিমাণ ৬০০ কোটি টাকা। সেই ভ্রমরলাল রঘুনাথ দোশী সন্ন্যাস নিলেন। ৩০ মে রাজবেশে তিনি আমদাবাদ এডুকেশন গ্রাউন্ডের মঞ্চে। সেই মঞ্চ ৪৫০ ফুট লম্বা, ৯০ ফুট উঁচু। নাম সংযম জাহাজ। অনুষ্ঠানস্থলটি তৈরি করতে খরচ হয়েছে একশো কোটি টাকা। হাজির ছিলেন দেড় লক্ষ মানুষ। তাদের সামনে পর দিন, ৩১শে সব সম্পত্তি ছেড়ে দিয়ে জৈন সন্ন্যাসে দীক্ষা নিলেন ভ্রমর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement