Lucky Signs in Palm

ভাগ্যে কী আছে বলে দেবে হাতের রেখা! করতলে থাকা বিভিন্ন শুভ চিহ্ন বলে দেবে কপালে সফলতার যোগ রয়েছে কি না

প্রায় প্রতিটি মানুষের তালুতেই নানা চিহ্ন থাকে। তাদের মধ্যে কোনওটি শুভ, কিছু চিহ্ন আবার অশুভ। করতালে কোন চিহ্নগুলি থাকলে পেশা ও অর্থক্ষেত্রে লাভ হয় জেনে নিন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬
Share:

—প্রতীকী ছবি।

করতলের বিভিন্ন রেখা এবং চিহ্ন নানা ধরনের ইঙ্গিত দান করে। কখনও সফলতা, কখনও ব্যর্থতা, কখনও সম্মান প্রাপ্তি বা সম্মানহানি ইত্যাদি জিনিসের ধারণা সেখান থেকে পাওয়া যায়। করতলের কোন স্থানের কোন রেখা কোন পেশায় সফলতা অর্থ এবং মান-সম্মান প্রাপ্তি ইঙ্গিত করে জানুন।

Advertisement
  • আঙুলের অগ্রভাগগুলি সরু হলে, তালুতে রবি রেখা স্পষ্ট থাকলে এবং তার উপর দু’টি ত্রিভুজ দেখা গেলে, এরই সঙ্গে চন্দ্রের ক্ষেত্র শুভ থাকলে এবং তাতে শুভ চিহ্ন দেখা গেলে, শুক্র শুভ থাকলে, তাতে প্রভাব রেখা বা শুভ চিহ্ন থাকলে, এই সকল জাতক বা জাতিকা অভিনয়জগৎ থেকে প্রচুর অর্থ এবং সম্মান অর্জন করতে পারেন বলে মনে করা হয়।
  • ভাগ্যরেখা থেকে একটি সরল ও অভগ্ন রেখা উঠে চন্দ্রের ক্ষেত্রে গমন করলে জাতকের বিদেশভ্রমণের যোগ থাকে অথবা বিদেশ থেকে অর্থ উপার্জন করার সম্ভাবনা বৃদ্ধি পায়।
Advertisement
  • যদি মঙ্গলের ক্ষেত্র উন্নত ও শুভ চিহ্ন যুক্ত হয় এবং আয়ুরেখা থেকে কোনও রেখা সোজা বুধের ক্ষেত্রে গমন করে এবং শনির ক্ষেত্রে সূক্ষ্ম রেখা ও চতুষ্কোণ থাকলে, জাতক চিকিৎসাবিদ্যায় খ্যাতি ও অর্থ উপার্জন করে থাকেন।
  • বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ুরেখা উত্থিত হলে এবং উত্থিত হওয়ার সময় তাতে যব চিহ্ন দৃষ্ট হলে, সেই আয়ুরেখা মণিবন্ধ পর্যন্ত নিম্নগামী হলে জাতক স্ত্রীলোকের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকেন।
  • যদি ভাগ্যরেখা উত্থিত হয়ে সোজা শনির ক্ষেত্রে গমন করে এবং তা হতে দু’টি শাখা উত্থিত হয়ে একটি অনামিকাতে এবং একটি রবির ক্ষেত্রে যায়, তা হলে জাতক রাজনীতিতে বিখ্যাত হতে পারেন। তিনি প্রচুর অর্থ এবং সম্মানের অধিকারী হতে পারেন। বহু লোক তাঁর সাহায্য পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement