Unlucky Zodiac Signs of 2026

নতুন বছরেও দুর্দশা পিছু ছাড়বে না, পদে পদে বাধা আসতে পারে! নতুন বছর মন্দভাগ্য সঙ্গী হতে পারে যাঁদের

আগামী বছরে কয়েকটি রাশিকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। ২০২৬ এঁদের খুব একটা ভাল কাটবে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৫০
Share:

—প্রতীকী ছবি।

২০২৫কে এ বার বিদায় দেওয়ার সময় প্রায় কাছে চলে এসেছে। এ বার ২০২৬ সালকে স্বাগত জানানোর পালা। এই সময় সব মানুষের মনে একটা কথা জাগছে যে, কেমন কাটবে ২০২৬ সাল? প্রত্যেক বছরের মতোই একটাই উত্তর হবে, কিছু রাশির জন্য খুব ভাল এবং কিছু রাশির জন্য কিছুটা হলেও খারাপ কাটবে। আগামী বছরে কয়েকটি রাশিকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। ২০২৬ এঁদের খুব একটা ভাল কাটবে না।

Advertisement

দেখে নেব কোন কোন রাশির জন্য খারাপ ২০২৬ সাল:

মেষ: কিছু কিছু বিষয়ে মেষ রাশির ব্যক্তিদের জন্য আগামী বছরটা বেশ কঠিন হতে পারে। মনে উদ্বেগ এবং ভয় নিয়ে চলার আশঙ্কা দেখা যাচ্ছে। আর্থিক দিকে উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে। শত্রুদের থেকে খুব সাবধানে থাকতে হবে। এই বছর খুব বেশি অযথা ছুটোছুটি করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

কন্যা: কর্মের দিকটা ২০২৬-এ কন্যা রাশির জাতক-জাতিকাদের খারাপ থাকবে। কর্ম নিয়ে একটু বেশি সচেতন থাকতে হবে। সাফল্য হাতে এসেও থেমে যেতে পারে। আর্থিক দিকে কোনও ক্ষতি হয়ে যেতে পারে। মানসিক দিকেও খুব একটা শান্তি থাকবে না।

ধনু: এই রাশির মানুষদের নতুন বছরে খুবই সতর্ক থাকতে হবে। অর্থের দিকটা বুঝেশুনে চলতে হবে। সঞ্চয় কম হবে। উদ্বেগ বাড়বে। ধর্মকাজে মনোযোগ দিলে খারাপ ফলের পরিমাণ কিছুটা কমতে পারে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক দিকটা একটু খারাপ থাকবে। স্বাস্থ্যের উত্থান-পতন মাঝেমধ্যেই দেখা যেতে পারে। হঠাৎ কোনও প্রতিকূলতার মুখে পড়তে হতে পারে।

মীন: মীন রাশির ব্যক্তিরা এই বছর বেশ কিছু বিষয়ে খারাপ ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এঁদের কর্মে খুবই বাধা আসবে। আর্থিক দিকে সঙ্কটের সম্মুখীন হতে হবে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করতে হবে। শারীরিক সমস্যা পিছু ছাড়বে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement