National News

ছন্দে ফিরছে কাশ্মীর, আংশিক চালু টেলিফোন, ইন্টারনেট

সপ্তাহদু’য়েক আগে ৩৭০ ধারা রদের প্রাক-মুহূর্তে নিরাপত্তার কারণে গোটা জম্মু-কাশ্মীরে টেলিফোন ও সব রকমের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ১২:১৭
Share:

ডাল লেক যেন সেই পুরনো ছন্দে। ছবি- রয়টার্স

ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর। কার্ফু উঠে গিয়ে স্কুল-কলেজ খোলার পর এ বার বেশ কিছু জায়গায় মোবাইলে ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে। মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে। চালু হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন। শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা।

Advertisement

সপ্তাহদু’য়েক আগে ৩৭০ ধারা রদের প্রাক-মুহূর্তে নিরাপত্তার কারণে গোটা জম্মু-কাশ্মীরে টেলিফোন ও সব রকমের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

বাদগাম, সোনমার্গ ও মধ্য কাশ্মীরের মনিগাম ও উত্তর কাশ্মীরের গুরেজ, তাঙ্গমার্গ, উরি কেরন কারনা, তাঙ্গধারে আজ থেকে ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়েছে। আর শ্রীনগরে ওই পরিষেবা চালু হয়েছে বিমানবন্দর লাগোয়া এলাকা, সিভিল লাইন্স ও ক্যান্টনমেন্ট এলাকায়।

Advertisement

আর মোবাইলে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে জম্মুর পাঁচটি জেলায়। তাদের মধ্যে রয়েছে, জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া ও উধমপুর।

আরও পড়ুন- কাশ্মীর ‘আজাদ’ করতে বাংলাতেও লড়াইয়ের ডাক আল কায়দার​

আরও দেখুন- ভূস্বর্গ থেকে বহু দূরে সবার চোখের আড়ালে মৃত্যু হয়েছিল কাশ্মীরের শেষ ও বিস্মৃত ডোগরা রাজার​

শুক্রবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, জম্মু-কাশ্মীরকে দ্রুত স্বাভাবিক করে তোলার জোর চেষ্টা চলছে। প্রতিদিন খতিয়ে দেখা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন