Bihar School Examination Board

বিহারে আবারও ‘টপার’ গ্রেফতার, রুবির পর এ বার গণেশ

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আসলে গণেশ কুমারের বয়স ৪২। এ দিন সাংবাদিক বৈঠকে আনন্দ কিশোর জানান, যে স্কুল থেকে গণেশ পাশ করেছে, তার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। মেধা তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে গণেশের নাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ২৩:১০
Share:

গান ধরেছেন গণেশ। ছবি: টুইটার।

বয়স লুকিয়ে পরীক্ষা দিয়েছিল বিহারের উচ্চ মাধ্যমিকের কলা বিভাগের ‘টপার’ গণেশ কুমার। শুধু তা-ই নয়, ১৯৯০ সালে অন্য নামে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে সে। শুক্রবার পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করল বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি। তার ভিত্তিতে এ দিন সন্ধ্যায় গ্রেফতার করা হয় গণেশকে।

Advertisement

তবে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির চেয়ারম্যান আনন্দ কিশোর দাবি করেছেন, এ জন্য কোনও ভাবেই সমিতিকে দায়ী করা যায় না। কারণ, তথ্য গোপন করে পরীক্ষা দিয়েছিল গণেশ। আনন্দ জানান, ১৯৯০ সালে গণেশ রাম নামে পরীক্ষায় বসেছিল ওই ব্যক্তি। এ বার পরীক্ষার অ্যাডমিশন ফর্মে তার বয়স লিখেছিল ২৪ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আসলে গণেশ কুমারের বয়স ৪২। এ দিন সাংবাদিক বৈঠকে আনন্দ কিশোর জানান, যে স্কুল থেকে গণেশ পাশ করেছে, তার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। মেধা তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে গণেশের নাম।

আরও খবর
সুর, তাল কিছুই জানেন না সঙ্গীতে ৮৩ পাওয়া বিহারের টপার!

Advertisement

পটনার এসএসপি মনু মহারাজ জানিয়েছেন, গ্রেফতার করে গণেশকে রাজধানীর কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। তার সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement