Murder in Bihar

ফ্ল্যাটে ঢুকে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে মুগুরপেটা করে খুন! নিজেই ফোন করলেন থানায়

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুনীল শাহ। স্ত্রীকে খুনের পর রাতে থানায় ফোন করেন তিনি। পুলিশকে জানান, বাড়িতে গিয়ে যেন তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৯:১৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফ্ল্যাটে ঢুকে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় দেখে মেজাজ হারালেন যুবক। ৪১ বছরের স্ত্রীকে মুগুর দিয়ে পিটিয়ে খুন করে পুলিশের হাতে পাকড়াও হলেন তিনি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের বক্সারে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুনীল শাহ। স্ত্রীকে খুনের পর রাতে থানায় ফোন করেন তিনি। পুলিশকে জানান, বাড়িতে গিয়ে যেন তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাত ১০টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরেন সুনীল। কিন্তু ঘরে ঢুকেই কার্যত মেজাজ হারান তিনি। যুবক দেখেন, এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় শুয়ে রয়েছেন। তাঁকে দেখে ধড়ফড় করে উঠে বসেন দু’জনেই। শুরু হয় বাগ্‌বিতণ্ডা।

পুলিশকে সুনীল নিজে জানিয়েছেন, ঘরে ঢুকে প্রথমে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। রাগের চোটে হাতের কাছে যা পেয়েছেন, তাই দিয়ে স্ত্রী এবং তাঁর প্রেমিককে পিটিয়েছেন। ওই যুবক মার খেয়ে দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তখন স্ত্রী তাঁর সঙ্গে ঝগড়া শুরু করেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীর ওই আচরণে সুনীলের মাথা গরম হয়ে যায়। ব্যায়াম করতেন যে মুগুরটি দিয়ে সেটি দিয়েই স্ত্রীকে পর পর আঘাত করেন। কিছু ক্ষণের মধ্যে মৃত্যু হয় স্ত্রীর। রক্তাক্ত দেহ পড়ে ছিল প্রায় আধ ঘণ্টা। তার পর নিজেই ফোন করেন পুলিশকে।

Advertisement

মহিলার দেহ উদ্ধার করে বক্সার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত হচ্ছে। পুলিশ জানিয়েছে, রিপোর্টের অপেক্ষায় তারা। তবে অভিযুক্ত আত্মসমর্পণ করায় তাদের কাজ সহজ হয়ে গিয়েছে। সোমবার আদালতে হাজির করানো হয় ধৃতকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement