National News

জঙ্গলেও দৌরাত্ম্য! সিংহের পিছনে ছুটল বাইক, দেখুন ভিডিও

প্রাণভয়ে ছুটে পালাচ্ছে একটি পূর্ণবয়স্ক সিংহ এবং একটি সিংহী। সঙ্গে রয়েছে তাদের শাবকেরাও। পিছনে তাড়া করছে দু’টি বাইক। তাতে সওয়ার চার আরোহী।

Advertisement

সংবাদ সংস্থা

অমদাবাদ শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ১৭:২৫
Share:

বাইক নিয়ে সিংহের পিছনে ধাওয়া গির বনে।

গুজরাতের রুক্ষ পরিবেশে গির বন। এই অরণ্যকেই নিরাপদ আশ্রয় বলে জানে তারা। কিন্তু সেখানেই ঘটল বিপর্যয়। নিশ্চিত সেই আশ্রয়েই পিছনে ধেয়ে এল সাক্ষাৎ আতঙ্ক। দেখা গেল, প্রাণভয়ে ছুটে পালাচ্ছে একটি পূর্ণবয়স্ক সিংহ এবং একটি সিংহী। সঙ্গে রয়েছে তাদের শাবকেরাও। পিছনে তাড়া করছে দু’টি বাইক। তাতে সওয়ার চার আরোহী। আর তার থেকে ভেসে আসছে মানুষের উল্লসিত চিৎকার।

Advertisement

আরও পড়ুন:

একশো পার, কর্তব্যে অবিচল প্রথম ভোটার

Advertisement

ইন্ডিগোর পিটুনি দেখুন, খোঁচা জনতার

গোটা ঘটনাটা ভিডিওবন্দি হয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল, মঙ্গলবার ফেসবুকে ভিডিওটি পোস্ট হওয়ার পরেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ভিডিও দেখে নড়েচড়ে বসেছে অভয়ারণ্য কর্তৃপক্ষ। ঘটনায় অভিযুক্ত যুবকদের এক জনকে বৃহস্পতিবার সকালে রাজকোট থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে পুলিশ জেনেছে আরও দুই অভিযুক্ত আমরেলি জেলার বাসিন্দা। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খুঁজতে পুলিশকে সাহায্য করছেন স্থানীয়েরাও।

গুজরাতের বন দফতর এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে:

পশ্চিম গুজরাতের এই অভয়ারণ্যে এশিয়ান সিংহদের দেখা মেলে। এই প্রজাতি আফ্রিকার সিংহের তুলনায় আলাদা। ১৪০০ বর্গ কিলোমিটার এই অরণ্যে কমপক্ষে ৪০০ সিংহের নিবাস। ‘এশিয়াটিক লায়ন’ দেখতেই গির-এ ভিড় জমান দেশ, বিদেশের পর্যটকরা। ফলে এমন দুর্লভ বণ্যপ্রাণকে তাড়া করার ভিডিও কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে বনবিভাগের কর্তাদের।

এর আগেও গুজরাতের আমরেলি জেলায় গভীর জঙ্গলের মধ্যে শুট করা ৫০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছিল রাতের অরণ্যে গাড়ি নিয়ে একটি সিংহ শাবককে তাড়া করছেন বেশ কিছু পর্যটক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন