বিল বদলে

৫৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৩৬ টাকা থেকে ১ হাজার ৪৭৩ টাকা— রাঁচির দোকানদার কৃষ্ণ প্রসাদের মুদিখানার দু’মাসের বিদ্যুৎ বিল এক ধাক্কায় কমল এতটাই! রাঁচির কাটরু এলাকার বিদ্যুৎ অফিস থেকে সংশোধিত সেই বিল পাঠানো হয়েছে কৃষ্ণবাবুর বাড়িতে। নতুন বিল হাতে পেয়ে স্বস্তিতে কৃষ্ণবাবু। তিনি বলেন, ‘‘দোকানে একটা পাখা, আলো একটা ছোট ফ্রিজ রয়েছে। খুব বেশি হলেও মাসে ৮০০ টাকার বেশি বিল আসেনি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:২৬
Share:

৫৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৩৬ টাকা থেকে ১ হাজার ৪৭৩ টাকা— রাঁচির দোকানদার কৃষ্ণ প্রসাদের মুদিখানার দু’মাসের বিদ্যুৎ বিল এক ধাক্কায় কমল এতটাই! রাঁচির কাটরু এলাকার বিদ্যুৎ অফিস থেকে সংশোধিত সেই বিল পাঠানো হয়েছে কৃষ্ণবাবুর বাড়িতে। নতুন বিল হাতে পেয়ে স্বস্তিতে কৃষ্ণবাবু। তিনি বলেন, ‘‘দোকানে একটা পাখা, আলো একটা ছোট ফ্রিজ রয়েছে। খুব বেশি হলেও মাসে ৮০০ টাকার বেশি বিল আসেনি।’’ বিদ্যুৎ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ডি এন সাউ বলেন, ‘‘কৃষ্ণবাবুর দোকানের বিদ্যুৎ-মিটারে কোনও গোলমাল ছিল না। বিল ছাপার সময়ই কোনও ভাবে ভুল হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement