হাতকড়া খুলছে বিরসা মুন্ডার

স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার হাত থেকে অবশেষে খোলা হচ্ছে বেড়ি! ছবি থেকে মূর্তি, ঝাড়খণ্ডের এই আদিবাসী নেতার অবয়বের হাতে থাকে হাতকড়া। সেই ছবি এ বার বদলাতে চায় বঘুবর দাস সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০৩:৪৬
Share:

স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার হাত থেকে অবশেষে খোলা হচ্ছে বেড়ি! ছবি থেকে মূর্তি, ঝাড়খণ্ডের এই আদিবাসী নেতার অবয়বের হাতে থাকে হাতকড়া। সেই ছবি এ বার বদলাতে চায় বঘুবর দাস সরকার।

Advertisement

কয়েক দিন আগে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়— হাতকড়া থাকা বিরসা মুন্ডার মূর্তি ও ছবি পাল্টে ফেলা হোক। মুখ্যমন্ত্রী রঘুবর দাস তাতে সন্মতি দিয়েছেন। তিনি বলেন, “স্বাধীনতার এত বছর পরও হাতকড়া পড়া অবস্থায় বিরসা মুন্ডার ছবিতে জনমানসে ভুল বার্তা যাচ্ছে। এটা বদলানো দরকার।”

রাঁচির বিরসা চকে রয়েছে ওই স্বাধীনতা সংগ্রামীর মূর্তি। তাতেও রয়েছে হাতকড়া। ঝাড়খণ্ডে এ রকম কত মূর্তি ও ছবি রয়েছে, তার হিসেব নেই প্রশাসনের কাছেও। তথ্য ও সংস্কৃতি দফতর জানিয়েছে, সরকারি বা বেসরকরি কোনও সংস্থায় ওই রকম মূর্তি বা ছবি থাকলে, তারাই যেন সেগুলি বদলে দেয়। মৃত্যুর ১১৬ বছর পর বিরসা মুন্ডার হাতের বেড়ি ‘খোলার’ সিদ্ধান্তে খুশি রাজ্যের মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement