Congress

শো-কজ়, কংগ্রেস ছাড়লেন বিশ্বজিৎ

বিশ্বজিতের বক্তব্য, তিনি ভেবেছিলেন কংগ্রেসে থেকে কোচ-রাজবংশীদের জন্য অনেক কাজ করতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৫:৫৪
Share:

ছবি: সংগৃহীত।

শো-কজের জবাবে অসম প্রদেশ কংগ্রেস থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কোচ-রাজবংশী জাতীয় মহাসভার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। ২০১৬ সালে কংগ্রেসের যোগ দিয়েছিলেন। ১৩ নভেম্বর কোকরাঝাড়ের সালাকাটিতে বিজেপির নির্বাচনী প্রচারসভায় হাজির ছিলেন তিনি। এ জন্য তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ আনা হয়। ইস্তফা দিয়ে বিশ্বজিৎ রায় জানান, এখনই তাঁর বিজেপিকে যোগ দেওয়ার পরিকল্পনা নেই।

Advertisement

বিশ্বজিতের বক্তব্য, তিনি ভেবেছিলেন কংগ্রেসে থেকে কোচ-রাজবংশীদের জন্য অনেক কাজ করতে পারবেন। কিন্তু কংগ্রেসে থেকে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে এক সময় যারা এআইইউডিএফকে সাম্প্রদায়িক বলত, তারাই এখন তাদের হাত ধরতে মরিয়া। আক্রাসুর প্রাক্তন সভাপতি বিশ্বজিতের অভিযোগ, এআইইউডিএফ, সিপিএম, সিপিআই কখনওই কোচ-রাজবংশীদের তফসিলি জনজাতি হিসেবে মানতে চায়নি। কংগ্রেস এখন তাদের সঙ্গে মিত্রতা করেছে। উল্টো দিকে বিজেপি কোচ-রাজবংশী-সহ তফসিলি জনজাতির স্বীকৃতি পেতে চাওয়া ৬টি জনগোষ্ঠীর উন্নয়নে পদক্ষেপ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন