Madhya Pradesh

মাপে ছোট অন্তর্বাস, দর্জির বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানালেন ইনি

‘‘সেলাই করার জন্য দর্জি আমার কাছে সব মিলিয়ে ৭০ টাকা নিয়েছিলেন। কিন্তু আমাকে ছোট অন্তর্বাস দিয়েছেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ১২:৩৩
Share:

অন্তর্বাস নিয়ে সমস্যায় কৃষ্ণকুমার দুবে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

দর্জিকে অন্তর্বাস বানাতে দিয়েছিলেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি। কিন্তু দর্জির বানিয়ে দেওয়া সেই অন্তর্বাস পরতে গিয়ে তিনি দেখে তা ছোট হচ্ছে। তার পরই অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। বিষয়টির নিষ্পত্তির জন্য পুলিশ তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে।

Advertisement

মধ্যপ্রদেশের সিদ্ধি জেলার বাসিন্দা ৪৬ বছরের কৃষ্ণকুমার দুবে। গত অক্টোবরে নিরাপত্তা রক্ষীর কাজ পেয়ে ভোপালে আসেন তিনি। করোনাভাইরাস লকডাউনে গত দু’মাস আগে সেই কাজ হারিয়েছেন। তার পর এক বন্ধু কাছে হাজার টাকা ধার করে দিন গুজরান করছেন। দুবে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভোপালের এক দর্জিকে তিনি দু’মিটার কাপড় দিয়েছিলেন অন্তর্বাস বানানোর জন্য। কিন্তু পরতে গিয়ে তিনি দেখেন তা ছোট হচ্ছে। তাঁর অভিযোগ, সেই অন্তর্বাস পুনরায় সেলাই করতে বললে ওই দর্জি তা করে দেননি।

দুবে বলেছেন, ‘‘সেলাই করার জন্য দর্জি আমার কাছে সব মিলিয়ে ৭০ টাকা নিয়েছিলেন। কিন্তু আমাকে ছোট অন্তর্বাস দিয়েছেন। আমি দর্জিকে জিজ্ঞাসা করলে সে বলে কাপড় যথেষ্ট ছিল না। কিন্তু আমি তাঁকে দু’মিটার কাপড় দিয়েছিলাম।’’

Advertisement

হেস্তনেস্ত করতে কৃষ্ণকুমার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশ তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিয়ে হাবিবগঞ্জ থানার পুলিশ অফিসার রাকেশ শ্রীবাস্তব বলেছেন, ‘‘আমরা তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।’’

আরও পড়ুন: তিন বছর ধরে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার শিক্ষক

আরও পড়ুন: ক্লান্ত গণ্ডারের ঘুম না ভেঙে যায়! প্রায় নিঃশব্দে যাতায়াত করছে যানবাহন, ভাইরাল ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন