National News

রজনী আমাদের সঙ্গেই আছেন, দাবি বিজেপির

মানুষ টানার ‘ম্যাগনেটিজম’-এ কন্নড় ফিল্মের মেগাস্টার রজনীকান্তের ক্ষমতা যে অপরিসীম, সেই কথাটা ভালোই মাথায় রেখেছে কর্নাটক ও তামিলনাড়ু বিজেপি।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ২০:৫০
Share:

রজনীকান্ত। ছবি: সংগৃহীত।

রাজনীতির মাঠে নেমে পড়ার ঘোষণা করতে না করতেই কর্নাটকে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে রজনীকান্তকে তাঁদের দিকে টানার চেষ্টা প্রকাশ্যেই শুরু করে দিল বিজেপি। সেই চেষ্টায় একই সঙ্গে সামিল হয়েছে কর্নাটক ও তামিলনাড়ু বিজেপি।

Advertisement

ঢাকঢোল পিটিয়ে বিজেপি বলতে শুরু করে দিল, বরাবরই তারা রজনীকান্তের পাশে থেকেছে। এখনও থাকতে চায়। আর রজনীও তাঁদের পাশেই আছেন।

আর বিজেপির তামিলনাড়ু রাজ্য সভাপতি তো আরও এক কদম এগিয়ে বলেই দিয়েছেন, ‘‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করবেনই করবেন রজনী।’’

Advertisement

কর্নাটকের প্রবীণ বিধায়ক ও তামিলনাড়ু বিজেপির যুগ্ম আহ্বায়ক সি টি রবি সোমবার বলেছেন, ‘‘বিজেপি সব সময় রজনীর পাশে থাকতে চায়। আমরা বরাবরই সমর্থন করে এসেছি রজনীর লড়াইকে। তাই রজনীর ক্ষেত্রে আমাদের কোনও রাজনৈতিক অস্পৃশ্যতা তো নেই-ই। ওঁর মতো যাঁরা আমাদের সঙ্গে সহমত, তাঁদের সব সময়েই আমরা স্বাগত জানাই।’’

মানুষ টানার ‘ম্যাগনেটিজম’-এ কন্নড় ফিল্মের মেগাস্টার রজনীকান্তের ক্ষমতা যে অপরিসীম, সেই কথাটা ভালোই মাথায় রেখেছে কর্নাটক ও তামিলনাড়ু বিজেপি।

আরও পড়ুন- বাবরি ভাঙার প্রায়শ্চিত্ত! বলবীর এখন আমির, সারাচ্ছেন মসজিদ

আরও পড়ুন- এটা কী? নীতীশের নজর ধরে আবিষ্কার কুরুযুগের সামগ্রী​

তাই রজনীর সম্পর্কে বাড়তি আগ্রহ দেখিয়েছেন বিজেপির তামিলনাড়ু রাজ্য সভাপতি তামিল ইসাই সুন্দররাজন। তাঁর কথায়, ‘‘রজনী যে রাজনীতিতে অধ্যাত্মবাদকে গুরুত্ব দেন, তার সঙ্গে বিজেপির মতাদর্শও মিলে যায়। তামিলনাড়ুর রাজনীতিটাকে আমরা বদলে ফেলতে চাই। সেই রাজনীতিতে ধর্মের গুরুত্ব বাড়াতে চাই। রজনী এ ব্যাপারে আমাদের সাহায্য করবেন।’’

তবে কর্নাটক বিধানসভার আসন্ন নির্বাচনে রজনী বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন কি না, সে ব্যাপারে মেগাস্টার নিজে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন রজনীর ভাই সত্যনারায়ণ রাও গায়কোয়াড়। তাঁর কথায়, ‘‘ভোটের আগে তো এখন কয়েক মাস সময় রয়েছে। তাই ভাবার সময়ও আছে আমাদের হাতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন