‘লাভ জেহাদ’ ফাঁদ: শেখাওয়াত
Love Jihad

বিভাজন সৃষ্টিতে শব্দটি বিজেপির তৈরি: গহলৌত

ফেব্রুয়ারিতেই কেন্দ্র জানিয়ে দিয়েছে ‘লাভ জেহাদ’ বলে কিছু নেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৪:৪৭
Share:

ফাইল চিত্র।

একের পর এক বিজেপি শাসিত রাজ্য ‘লাভ জেহাদ’ ঠেকাতে আইন করার পথে হাঁটছে। তার মধ্যেই ‘লাভ জেহাদ’ বিতর্ক নিয়ে বাক্যুদ্ধে মাতল কংগ্রেস এবং বিজেপি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের অভিযোগ, দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে ‘লাভ জেহাদ’ শব্দটি বিজেপির বানানো। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের পাল্টা দাবি, ‘লাভ জেহাদ’ আসলে একটা ফাঁদ।

Advertisement

ফেব্রুয়ারিতেই কেন্দ্র জানিয়ে দিয়েছে ‘লাভ জেহাদ’ বলে কিছু নেই। তার পরেও এর বিরুদ্ধে আইন আনার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ, কর্নাটক, হরিয়ানা। একই পথে হাঁটছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। শুক্রবারই এই বিষয়ে আইন দফতরকে একটি প্রস্তাব পাঠিয়েছে স্বরাষ্ট্র দফতর। উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, ‘‘এই বিষয়টি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করছে। এটিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। সরকার এই বিষয়ে ইতিমধ্যেই আইন আনার পরিকল্পনা করে ফেলেছে এবং তার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। জেল এবং জরিমানা নিয়ে কড়া আইন আসতে চলেছে। এই বিষয়ে খসড়া তৈরি হচ্ছে। জনগণ খুব শীঘ্রই তা জানতে পারবেন।’’ গায়ের জোরে, লোভ দেখিয়ে বা বিয়ের নামে কারও ধর্মান্তরণ করা যাবে না বলে গত বছরই আইন তৈরি করেছে হিমাচলপ্রদেশ সরকার।

এই পরিস্থিতিতে ‘লাভ জেহাদ’ নিয়ে বিজেপিকে নিশানা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা গহলৌত। বিষয়টি নিয়ে এ দিন তিনটি টুইট করেছেন তিনি। তাতে গহলৌতের অভিযোগ, ‘‘দেশে বিভাজন তৈরি করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিজেপি লাভ জেহাদ কথাটি তৈরি করেছে। বিয়ে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। আইন করে সেই স্বাধীনতা কেড়ে নেওয়া সংবিধান-বিরোধী। এতে দেশের কোনও আদালত সায় দেবে না। ভালবাসায় জেহাদের কোনও স্থান নেই।’’ রাজস্থানের মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘‘দেশে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে প্রাপ্তবয়স্কেরা নিজের ইচ্ছেয় জীবনসঙ্গী বেছে নিতে পারবেন না। তার জন্য তাঁদের রাষ্ট্রের দয়ার উপরে নির্ভর করে থাকতে হবে। বিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। তাতে বাধা দেওয়া ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়ার শামিল।’’

Advertisement

গহলৌতকে পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শেখাওয়াত। তাঁর প্রশ্ন, ভিন্ ধর্মে বিয়ে ব্যক্তি স্বাধীনতার বিষয় হলে বিয়ের পরে জোর করে মেয়েদের ধর্ম পরিবর্তন করা হয় কেন? শেখাওয়াত বলেন, ‘‘প্রিয় অশোকজি লাভ জেহাদ হল একটা ফাঁদ। হাজার হাজার মেয়েকে সেই ফাঁদে ফেলে তাঁদের বোঝানো হয় বিয়ে হল ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। বিয়ে ব্যক্তি স্বাধীনতার বিষয় হলে বিয়ের পরে মেয়েদের ধর্ম এবং বাবা-মায়ের দেওয়া নাম কেন পাল্টাতে হয়।’’ টুইটে শেখাওয়াতের দাবি, ‘‘রাজনৈতিক স্বার্থে হিন্দু সন্ত্রাসবাদের মতো শব্দ তৈরি করা, ঘৃণা ছড়ানো কংগ্রেসের কাজ। বিজেপি সবার উন্নতিতে বিশ্বাস করে। তাই লাভ জেহাদের নামে মহিলাদের বিশ্বাসঘাতকতা এবং অন্যায়ের শিকার হতে দেব না।’’

৬ নভেম্বর বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ‘লাভ জেহাদের’ নামে ধর্মান্তরণ রুখতে আইন আনতে চায় তাঁর সরকার। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজও জানিয়েছেন, ‘লাভ জেহাদের’ বিরুদ্ধে আইন আনার কথা ভাবা হচ্ছে। শীঘ্রই ‘লাভ জেহাদের’ বিরুদ্ধে আইন আসছে বলে গত সপ্তাহেই জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন