নাগাল্যান্ডে চাপে বিজেপি

সেই সঙ্গে এনপিএফ-এর ভিতরেও দ্বন্দ্ব শুরু হয়েছে। বিজেপি নাগাল্যান্ডে যে মাত্র ২০টি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে— তা নিয়ে জেলা বিজেপিতে ক্ষোভ তুঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৪
Share:

নাগাল্যান্ডে এনপিএফের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় আচমকাই সম্পর্ক ছিন্ন করে এনডিপিপি-র হাত ধরেছে বিজেপি। সমঝোতা ঘোষণার পরেই ২০টি আসনে প্রার্থীও ঘোষণা করে দেয় তারা। কিন্তু প্রার্থীর নাম ও আসন সমঝোতা নিয়ে প্রতিবাদে মুখর জেলা বিজেপির নেতারা। সেই সঙ্গে এনপিএফ-এর ভিতরেও দ্বন্দ্ব শুরু হয়েছে। বিজেপি নাগাল্যান্ডে যে মাত্র ২০টি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে— তা নিয়ে জেলা বিজেপিতে ক্ষোভ তুঙ্গে। বিভিন্ন জেলা কমিটির সভাপতিরা বিবৃতি প্রকাশ করে দাবি করেন, এনডিপিপি-র চেয়ে জেলাগুলিতে বিজেপির ক্ষমতা এখন ঢের বেশি, তাই এনডিপিপি-কে ৪০টি আসন ছেড়ে দেওয়া অর্থহীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement