National news

গ্রেটার নয়ডায় বিজেপি নেতা, দু‌ই দেহরক্ষীকে গুলি করে খুন

অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হলেন গ্রেটার নয়ডার এক বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, শিব কুমার নামে ওই বিজেপি নেতা স্থানীয় বিসরাখ এলাকার তিগরি গ্রামের প্রধান ছিলেন। শিব কুমারের সঙ্গে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তাঁর দুই দেহরক্ষী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১৭:৩৩
Share:

প্রতীকী ছবি।

অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হলেন গ্রেটার নয়ডার এক বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, শিব কুমার নামে ওই বিজেপি নেতা স্থানীয় বিসরাখ এলাকার তিগরি গ্রামের প্রধান ছিলেন। শিব কুমারের সঙ্গে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তাঁর দুই দেহরক্ষী।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের গাড়িতে করে যাওয়ার সময় দু’জন দুষ্কৃতী মোটরবাইকে চেপে শিব কুমারের গাড়ির কাছাকাছি চলে আসে। এর পর তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। হামলার জেরে নিয়ন্ত্রণ হারান গাড়ির ড্রাইভার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছেই একটি ডিভাইডারের গায়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। হামলায় গুরুতর আহত হয়েছেন ওই গাড়ির আরও দুই যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement