National News

হিন্দুদের জন্য সংখ্যালঘু তকমা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা বিজেপি নেতার

দিল্লির বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায় শীর্ষ আদালতে এই জনস্বার্থ মামলা করেছেন। তাঁর দাবি, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, পঞ্জাবের মতো রাজ্যগুলিতে এবং কেন্দ্রশাষিত অঞ্চল লক্ষদ্বীপে হিন্দুদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ২০:৩৩
Share:

ছবি: সংগৃহীত।

দেশের সাতটি রাজ্য-সহ একটি কেন্দ্রশাষিত অঞ্চলে হিন্দুদের সংখ্যালঘু তকমা দেওয়া হোক। এই মর্মে আবেদন করে একটি জনস্বার্থ মামলা রুজু হল সুপ্রিম কোর্টে

Advertisement

দিল্লির বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায় শীর্ষ আদালতে এই জনস্বার্থ মামলা করেছেন। তাঁর দাবি, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, পঞ্জাবের মতো রাজ্যগুলিতে এবং কেন্দ্রশাষিত অঞ্চল লক্ষদ্বীপে হিন্দুদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এমনকী, সেখানকার হিন্দু ধর্মাবলম্বী মানুষজন সাধারণ অধিকার থেকেও বঞ্চিত। পাশাপাশি তাঁর আরও আবেদন, কেবলমাত্র জম্মু-কাশ্মীর ছাড়া ওই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের বিজ্ঞপ্তিও বাতিল করা হোক। কারণ, তা সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী।

আরও পড়ুন

Advertisement

বিচারকদের বেতন বাড়াতে ভুলে গেলেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

পটেল-তাস কাড়লেন রাহুল

বিনা টিকিটেই ট্রেন ও বিমানে চড়ল সাত বছরের মেয়ে!

অশ্বিনীকুমার জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য— কোনও সরকারই ১৯৯২ সালের জাতীয় সংখ্যালঘু কমিশন আইনের আওতায় হিন্দুদের ‘সংখ্যালঘু’ তকমা দেয়নি। মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আইন ও বিচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উদ্দেশেও আবেদন করেছেন ওই বিজেপি নেতা। তাঁর মতে, সংখ্যালঘু বা সংখ্যাগুরু— এই সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা রাষ্ট্রের দায়িত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন