BJP

জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা করল জঙ্গিরা

বিজেপি নেতার বুকে ও পেটে চারটে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ০০:১৯
Share:

গুল মহম্মদ মীর। ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরে বিজেপির জেলা সহ-সভাপতি গুল মহম্মদ মীরকে (৬০) গুলি করে হত্যা করল জঙ্গিরা।

Advertisement

রাজ্য বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানান, শনিবার কয়েক জন জঙ্গি গুল মহম্মদের নওগামের বাড়িতে ঢুকে হামলা চালায়। বিজেপি নেতার বুকে ও পেটে চারটে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

জঙ্গি হামলার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। গোটা নওগাম গ্রামটি ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত দোরু বিধানসভা ক্ষেত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গুল মহম্মদ। বিজেপি নেতার উপর হামলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্য বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর এই হামলার তীব্র নিন্দা করেছেন।

আরও পড়ুন: 'রাফাল চুক্তির উপর নজর তো রাখতেই পারে পিএমও', সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement