বিহারের পর মধ্যপ্রদেশ, রতলাম হাতছাড়া হল বিজেপির

দেশে বেড়ে চলা অসহিষ্ণুতার বাতাবরণে আরও একটি ধাক্কা খেল বিজেপি। দেড় বছরের মধ্যেই তাদের দখলে থাকা একটি লোকসভা আসন হাতছুট হল। উপ নির্বাচনে মধ্যপ্রদেশের রতলাম লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে কেড়ে নিল কংগ্রেস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ১৬:০৩
Share:

দেশে বেড়ে চলা অসহিষ্ণুতার বাতাবরণে আরও একটি ধাক্কা খেল বিজেপি। দেড় বছরের মধ্যেই তাদের দখলে থাকা একটি লোকসভা আসন হাতছুট হল।

Advertisement

উপ নির্বাচনে মধ্যপ্রদেশের রতলাম লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে কেড়ে নিল কংগ্রেস।

কংগ্রেসের দীর্ঘ দিনের ঘাঁটি উপজাতিদের জন্য সংরক্ষিত রতলাম আসনটি গত বছর মোদী ঝড়ে চলে যায় বিজেপির দখলে। সেই রতলামে এ বার কংগ্রেস প্রার্থী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কান্তিলাল ভুরিয়া ৮৮ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির নির্মলা ভুরিয়াকে। এর ফলে লোকসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ৪৪ থেকে বেড়ে হল ৪৫। দেড় বছর আগে লোকসভা নির্বাচনে এই কান্তিলাল ভুরিয়াকেই হারিয়ে দিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ সিংহ ভুরিয়া। রতলামে সেটাই ছিল বিজেপি-র প্রথম জয়। বিজেপি সাংসদ দিলীপ সিংহ ভুরিয়া এ বছরের গোড়ার দিকে প্রয়াত হওয়ায় উপ নির্বাচন হল রতলামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement