Bihar Assembly Election 2025

বিহার নির্বাচনে ১০১ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, তালিকা থেকে বাদ গেল বর্তমান ১৬ বিধায়কের নাম

সকল আসনে প্রার্থী ঘোষণা করার পরে বিজেপি নেতা দিলীপ জয়সওয়াল জানান, জোটসঙ্গীদের নিয়ে একমত হয়ে বিহার নির্বাচনে লড়বেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০২:৩৬
Share:

( উপরে বাঁ দিকে) মৈথিলী ঠাকুর, (উপরে ডান দিকে) তেজস্বী যাদব, (নীচে বাঁ দিকে) নীতীশ কুমার এবং (নীচে ডান দিকে) চিরাগ পাসওয়ান। ফাইল চিত্র।

বিহার নির্বাচনের নির্ধারিত আসনের প্রতিটিতে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। বুধবার মধ্যরাতে তৃতীয় তালিকা প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। এই তালিকায় ১৮ জনের নাম ঘোষণা করেন তাঁরা। তিনটি তালিকা মিলিয়ে ১০১টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

Advertisement

১০১ জন প্রার্থীর তালিকায় ১৬ জন বর্তমান বিধায়কের নাম বাদ গিয়েছে।

বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী, বিহারের দ্বারভাঙা জেলার আলিগড় থেকে ভোটে দাঁড়াবেন লোক সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর।

Advertisement

তারাপুর আর লক্ষিসরায় এলাকা থেকে যথাক্রমে বিজেপির প্রার্থী সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং বিজয়কুমার সিংহ।

প্রধান বিরোধী রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব এখনও প্রার্থী ঘোষণা না করলেও, ২০১৫ সাল থেকে তাঁর অধীনে থাকা রাঘোপুর এলাকা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সতিস কুমার যাদব।

ভোটের ময়দানে নতুন দল জন সুরাজ পার্টি ২৪৩টি আসনেই লড়বে বলে জানিয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশের, সেই মতো চঞ্চল সিংহকে রাঘোপুর এলাকা থেকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তাঁরা।

বিজেপির সকল আসনে প্রার্থী ঘোষণা করার পরে বিজেপি নেতা দিলীপ জয়সওয়াল জানান, বিজেপি তাদের জোটসঙ্গীদের নিয়ে একমত হয়ে বিহার নির্বাচনে লড়বে।

তেজস্বী যাদব তালিকা প্রকাশ না করলেও তাঁদের জোটসঙ্গী কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে কয়েক জন প্রার্থীর নাম ঘোষণা করে।

মোট ২৪৩টি আসনের মধ্যে ১০১ টি আসনে লড়বে বিজেপি আর নীতীশ কুমারের জনতা দল ১০১টি আসনে লড়বে। অন্যদিকে, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়বে ২৯টি আসনে। ১৪টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে তারা। এ ছাড়াও, হিন্দুস্তানি আওয়াম মোর্চা লড়বে ৬টি আসনে। প্রতিটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন তাঁরা।

বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফা ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভাটগণনা হবে ১৪ই নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement