প্রচার শুরু বিজেপির 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০২:৪৫
Share:

—ফাইল চিত্র।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল যা-ই হোক, লোকসভার ভোটের প্রচার এখন থেকেই শুরু করে দিচ্ছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ।

Advertisement

বিজেপি সূত্রের বক্তব্য, বিধানসভার ফলপ্রকাশের পাঁচ দিনের মাথায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যাবে লোকসভা ভোটের প্রচার। দিল্লিতে প্রতি সপ্তাহান্তে হবে একটি করে বড় সভা। আর তাতে নিজেদের সময় অনুসারে হাজির থাকবেন মোদী-শাহ। মোদী সরকারের মন্ত্রী এবং দিল্লির বিজেপি নেতা বিজয় গোয়েল ইতিমধ্যেই ব্র্যান্ড-মোদীতে শান দিয়ে ভিড় জোটানোর কাজ শুরু করেছেন। দিল্লির পথে পথে স্লোগান তুলছেন, ‘‘একবার ফির সে, মোদী দিল সে।’’

বিজেপির এক নেতা বলেন, ‘‘পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল নিয়ে আমাদের তেমন মাথাব্যথা নেই। ফল ভাল হলে নতুন উদ্যমে লোকসভার জন্য ঝাঁপাতে হবে। আর খারাপ হলে মোদীকে জেতাতে আরও পরিশ্রম করতে হবে।’’ বিজয় গোয়েল বলেন, ‘‘চার বছরে মোদী অনেক জনমুখী কাজ করেছেন। তা নিয়ে জনতার কী মত, নতুন কী স্লোগান হতে পারে, তা জানানোর আবেদন জানিয়েছি। বিস্তর সাড়াও মিলছে। মোদীকে ফের প্রধানমন্ত্রী করতে প্রতি রবিবার বিশেষ অভিযান ও সভা হবে দিল্লিতে।’’

Advertisement

বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন, এ’টি শুধু দিল্লিকেন্দ্রিক অনুষ্ঠান নয়। পাঁচ রাজ্যের ভোটপর্বের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ হিমাচলে গিয়ে বুথস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করে এসেছেন। অন্যান্য রাজ্যেও নেতারা যাচ্ছেন। অন্য রাজনৈতিক দলগুলির অনেক আগে থেকে প্রচার শুরু গোড়াতেই এগিয়ে থাকতে দলকে নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন