Haryana Civic Election 2025

হরিয়ানার পুরভোটে বিপুল জয়ের পথে বিজেপি, হুডার রোহতক-সহ ১০টি মেয়র পদই পদ্মের দখলে?

হরিয়ানার মোট ১০টি পুরনিগমের মধ্যে আম্বালা, গুরুগ্রাম, পানিপত, হিসার, ফরিদাবাদের মেয়র পদে ইতিমধ্যেই জিতে গিয়েছে বিজেপি। মানেসর, কার্নাল, সোনিপত, যমুনানগর, রোহতকেও তারা এগিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৫:০২
Share:

নয়াব সিংহ সাইনি। —ফাইল ছবি।

পাঁচ মাস আগে বিধানসভা নির্বাচনে তুল্যমূল্য লড়াই হয়েছিল। কিন্তু এ বার হরিয়ানার পুরভোটে বিরোধী দল কংগ্রেসকে ধারশায়ী করে দিল বিজেপি। বুধবার দুপুর পর্যন্ত গণনার প্রবণতা বলছে, দিল্লির পড়শি রাজ্যে একতরফা জয় পেতে চলেছে মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনির দল।

Advertisement

হরিয়ানার মোট ১০টি পুরনিগমের মধ্যে আম্বালা, গুরুগ্রাম, পানিপত, হিসার, ফরিদাবাদের মেয়র পদে ইতিমধ্যেই জিতে গিয়েছে বিজেপি। মানেসর, কার্নাল, সোনিপত, যমুনানগরেও মেয়র নির্বাচনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। তাঁদের জয় কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

তাৎপর্যপূর্ণ ভাবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিংহ হুডার শহর রোহতকেও কংগ্রেসের চেয়ে এগিয়ে বিজেপি প্রার্থী। রোহতক ছাড়া বাকি ন’টি পুরনিগমের অধিকাংশ ওয়ার্ডেও ‘হাত’কে পিছনে ফেলে দিয়েছে পদ্ম। কংগ্রেসের একমাত্র জয় ঝাজ্ঝর পুরসভায়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা আইএনএলডি, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার জেজেপি এবং অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি কোনও পুরসভাতেই ছাপ ফেলতে পারেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement