অসীমানন্দ নিয়ে তোপ বিজেপির

মক্কা মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত অসীমানন্দের জামিন খারিজের ‘চেষ্টা’ করা হবে বলে জানিয়েছেন তেলঙ্গনার স্বরাষ্ট্রমন্ত্রী নয়নি নরসিংহ রেড্ডি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০৩:২৫
Share:

মক্কা মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত অসীমানন্দের জামিন খারিজের ‘চেষ্টা’ করা হবে বলে জানিয়েছেন তেলঙ্গনার স্বরাষ্ট্রমন্ত্রী নয়নি নরসিংহ রেড্ডি। রেড্ডির এই মন্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি জানিয়েছে, এই মন্তব্য করে আইন এবং বিচার ব্যবস্থার অবমাননা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

প্রাক্তন আরএসএস নেতা অসীমানন্দর বিরুদ্ধে অজমের দরগা ও মক্কা মসজিদ বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ ওঠে। সম্প্রতি অজমের বিস্ফোরণ মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি। মক্কা মসজিদের মামলায় তাঁকে জামিন দিয়েছে হায়দরাবাদের আদালত। গত কাল তেলঙ্গনা বিধানসভার জিরো আওয়ারে অসীমানন্দের জামিনের প্রসঙ্গ তোলেন এআইএমআইএম বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। অসীমানন্দকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে তাঁকে ফের জেলে পাঠানোর দাবি তুলে ওয়াইসি জানান, জঙ্গিদের কোনও ধর্ম হয় না।

এর জবাবে মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী নয়নি নরসিংহ রেড্ডি। তিনি বলেন, ‘‘ওয়াইসি যে প্রশ্নটা তুলেছেন, সেটা খুবই সঙ্গত। তাই কী ভাবে অসীমানন্দ জামিন পেয়েছেন, সেটা নিশ্চয়ই তদন্ত করা হবে। ওঁর জামিন খারিজ করতে যথাসাধ্য চেষ্টাও হবে।’’

Advertisement

আরও পড়ুন: মানহানির মামলায় বিচার হবে কেজরীর

রেড্ডির এই মন্তব্যের বিরোধিতা করে আসরে নামে বিজেপি। দলের মুখপাত্র কৃষ্ণসাগর রাওয়ের দাবি, নরসিংহ রেড্ডি দেশের আইনকানুন ও বিচারব্যবস্থাকে অপমান করেছেন। কারণ জামিন হল এক জন বিচারাধীন বন্দির মৌলিক অধিকার।

এ দিকে সংবাদমাধ্যমে ফাঁস হওয়া অসীমানন্দের এক বয়ানে অস্বস্তি বেড়েছে বিজেপির। অজমের বিস্ফোরণ মামলায় বয়ান রেকর্ড করাতে গিয়ে অভিযুক্ত অসীমানন্দ ও ভরত মোহন রাতেশ্বর ওরফে ভরত ভাই জানান, ২০০৬ সালে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে সিম কার্ড ও অস্ত্রশস্ত্র জোগাড় করার বিষয়ে সাহায্য চেয়েছিলেন ভরত ভাই ও সুনীল জোশী। আদিত্যনাথ তাঁদের বলেন, ‘‘আমি এখন ব্যস্ত। আগামিকাল আপনাদের সঙ্গে দেখা করব।’’ তার পরে তাঁরা আর দেখা করার চেষ্টা করেননি। পরে অবশ্য অসীমানন্দ আদালতে জানান, তাঁকে ওই বয়ান দিতে বাধ্য করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement