দিল্লির ভোটে অমিতের বড় ভরসা মোদীই

বিজেপি সূত্রের মতে, রাজ্য নেতৃত্ব এখনও ভোটে যাওয়ার জন্য প্রস্তুত নয়। কারণ, জমি এখনও বিজেপির অনুকূলে নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০৩:০৮
Share:

অমিত শাহ।

নয়া নাগরিকত্ব আইন নিয়ে এত ‘হিন্দু-মুসলিম’ হল, হিংসা ছড়াল, ক্যাম্পাসে-ক্যাম্পাসে ছাত্র পেটানো অব্যাহত। তবু দিল্লি ভোট জেতা নিয়ে এখনও আত্মবিশ্বাসী নয় বিজেপি। সভাপতি অমিত শাহ আজ অরবিন্দ কেজরীবালের মুখোমুখি দাঁড় করালেন দলের ‘সর্বোচ্চ’ তুরুপের তাস নরেন্দ্র মোদীকে।

Advertisement

দুপুরে বুথের দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে এক বড় সম্মেলনে শাহ বলেন, ‘‘সংবাদমাধ্যম আমাকে প্রশ্ন করে, দিল্লিতে কী হবে? আমি বলি, দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার হবে।’’

বিজেপি সূত্রের মতে, রাজ্য নেতৃত্ব এখনও ভোটে যাওয়ার জন্য প্রস্তুত নয়। কারণ, জমি এখনও বিজেপির অনুকূলে নেই। সম্প্রতি ঝাড়খণ্ডে হেরেছে বিজেপি। মহারাষ্ট্রেও সরকার হাতছাড়া হয়েছে। খোয়াতে হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ের মতো রাজ্য। ২০১৪-এ মোদী বিপুল জনমত নিয়ে কেন্দ্রে সরকার গড়লেও দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৭টিই জেতে কেজরীবালের আম আদমি পার্টি। সেই সময় দলের কর্মীরাই ভোট চাইতে নামেননি। আর এ বার কেজরীবালের কাজের প্রশংসায় পঞ্চমুখ সমাজের বিভিন্ন অংশ। ফলে আজ আগাগোড়া কেজরীবালের নিন্দা করে শাহ বড় বড় মোদীর ছবি আর পদ্মফুল যেন সব বাড়িতে পৌঁছয়, তা সুনিশ্চিত করতে বলেন। বলেন, ‘‘সভাপতি হিসেবে আমি নিজেও যাব ছোট ছোট সভায়।’’ অমিত-বাণী শুনে কেজরীবাল বললেন, ‘‘পুরো বক্তৃতা শুনলাম। ভাবলাম, আমাদের উন্নয়নের ত্রুটির কথা বলবেন। আগামী পাঁচ বছরে রূপায়ণের জন্য দিল্লি নিয়ে কোনও প্রস্তাবও দিতে পারতেন। কিন্তু গালি ছাড়া আর কিছু দিলেন না!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement