Train Blast In Punjab

প্রজাতন্ত্র দিবসের আগে পঞ্জাবে মালবাহী রেল করিডোরে বিস্ফোরণ, ফের সক্রিয় খালিস্তান জিন্দাবাদ ফোর্স?

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ফতেগড় সাহেব জেলার খানপুর গ্রাম সংলগ্ন ফ্রেড করিডোরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার নেপথ্যে নাশকতামূলক উদ্দেশ্য থাকতে পারে। যদিও রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জানান, নাশকতামূলক ঘটনা কি না তা এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৩:২১
Share:

শুক্রবার রাতে বিস্ফোরণ হল পঞ্জাবের মালবাহী রোল করিডোরে। ছবি: সংগৃহীত।

এক দিন পরেই প্রজাতন্ত্র দিবস। তার আগে শুক্রবার রাতে বিস্ফোরণ হল পঞ্জাবের মালবাহী রোল করিডোরে। যার জেরে আহত এক লোকো পাইলট। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিন ও রেল লাইন। হামলার নেপথ্যে সংগঠনের হাত আছে বলে সমাজমাধ্যমে স্বীকার করে নিয়েছে ‘খালিস্তান জিন্দাবাদ বোর্ড’। তবে বিবৃতিটি আদৌ তাদের কি না তা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ফতেগড় সাহেব জেলার খানপুর গ্রাম সংলগ্ন ফ্রেড করিডোরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার নেপথ্যে নাশকতামূলক উদ্দেশ্য থাকতে পারে। যদিও রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জানান, নাশকতামূলক ঘটনা কি না তা এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। তবে ‘খালিস্তান জিন্দাবাদ ফোর্স’ নামক একটি নিষিদ্ধ সংগঠনের বিবৃতি সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। যাতে রাত ৯টা ৫০ নাগাদ বিস্ফোরণের দায় স্বীকার করা হয়েছে। দাবি, এই বিস্ফোরণ ‘ট্রেলার’। আরও লেখা হয়েছে, যাত্রীবাহী ট্রেনেও বিস্ফোরণ ঘটানো যেত তবে অযথা কারও ক্ষতি করতে চাওয়া হয়নি। এর পরেই বিবৃতিতে লেখা, খালিস্তানের জন্য এখনও যুদ্ধ জারি আছে। যদিও বিবৃতিটি আদৌ ওই সংগঠনের কিনা তা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের পরে ঘটনাস্থল পরিদর্শন করে ডিআইজি জানান, লোকো পাইলট অনিল শর্মার গালে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি বিপদ মুক্ত। দুস্কৃতীদের গ্রেফতার করা হবে। তিনি জানান, একাধিক সংস্থা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এই বিস্ফোরণের তদন্ত করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement