SIR

‘এসআইআর-চাপে’ আত্মঘাতী বিএলও! কেরলে কাজ বয়কট আধিকারিকদের, সিপিএমের দিকেও আঙুল বিরোধীদের

রবিবার অনীশ জর্জ নামে ৪৪ বছরের এক বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হয় কান্নুরে। তিনি ছিলেন পেশায় শিক্ষক। তাঁর পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, এসআইআরের কাজের চাপেই আত্মঘাতী হয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৮:১৭
Share:

— প্রতীকী চিত্র।

কেরলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ সোমবার প্রায় থমকে গেল। বুথ স্তরের আধিকারিক (বিএলও)-রা এসআইআরের কাজ বয়কটের ডাক দিয়েছেন। সেখানে এই কাজের চাপের জন্য আত্মহত্যা করেছেন এক বিএলও। তার পরেই অসন্তোষ প্রকাশ করে কাজ বয়কটের ডাক দিয়েছেন বিএলও-রা। এই ঘটনায় কেরলের সিপিএম সরকারের দিকেও আঙুল তুলেছে বিরোধী কংগ্রেস। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বামেরাও। এসআইআরের কাজের চাপ নিয়ে অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিএলও-রাও। কয়েক জন আধিকারিক কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ।

Advertisement

রবিবার অনীশ জর্জ নামে ৪৪ বছরের এক বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হয় কান্নুরে। তিনি ছিলেন পেশায় শিক্ষক। তাঁর পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, এসআইআরের কাজের চাপেই আত্মঘাতী হয়েছেন তিনি। তার পরেই রাজ্যের শিক্ষক, সরকারি কর্মীদের সংগঠনগুলি তিরঅনন্তপুরমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখায়। দাবি করে, অতিরিক্ত কাজের চাপ দেওয়া চলবে না। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।

এই পরিস্থিতিতে সোমবার পরিবারের হাতে জর্জের দেহ তুলে দেওয়া হয়েছে। তাঁর পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপে নাওয়া-খাওয়ার সময় পাননি জর্জ। প্রায় কাজ শেষ করার তাগাদা দিতে ফোন করতেন ঊর্ধ্বতনেরা। কেরলের বিরোধী দলনেতা ভিডি সতীশন এই নিয়ে সিপিএম কর্মীদের দিকেও আঙুল তুলেছেন। তিনি দাবি করেছেন, জর্জের আত্মহত্যায় সিপিএম কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার। তাঁর কথায়, ‘‘জর্জের সঙ্গে কংগ্রেসের এক বুথ স্তরের এজেন্ট এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন। সেজন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর।’’ তাঁর আরও অভিযোগ, বিজেপি এবং সিপিএম আসলে কংগ্রেসের ভোটারদের নাম বাদ দিতে চাইছে। বিএলও-দের নিরাপত্তা দেওয়ার জন্য কমিশনের কাছে আর্জিও জানিয়েছেন সতীশন। কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফের দাবি, জর্জ অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার হুমকি দিয়েছিল সিপিএম।

Advertisement

অন্য দিকে সিপিএম নেতা ইপি জয়রাজন জানিয়েছেন, জর্জের পরিবার তাঁদের জানিয়েছে, এসআইআরের কাজের জন্য চাপে ছিলেন তিনি। পাল্টা আঙুল তুলেছেন কংগ্রেসের দিকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement