বাংলোয় ডেঙ্গির মশার আড়ত, শাস্তির মুখে অনিল, জিতেন্দ্র, জুহি

ডেঙ্গির মশা নিরাপদে বংশবিস্তার করছে তাঁদের বাড়িতে। বার বার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফেরেনি বলিউডি তারকাদের। এবার শাস্তির মুখে অনিল কপূর, জুহি চাওলা, জিতেন্দ্র। সতর্কবার্তা পাঠানো হল গায়ক অমিত কুমারকেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫০
Share:

—ফাইল চিত্র।

ডেঙ্গির মশা নিরাপদে বংশবিস্তার করছে তাঁদের বাড়িতে। বার বার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফেরেনি বলিউডি তারকাদের। এবার শাস্তির মুখে অনিল কপূর, জুহি চাওলা, জিতেন্দ্র। সতর্কবার্তা পাঠানো হল গায়ক অমিত কুমারকেও।

Advertisement

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানাচ্ছে, মুম্বইতে ডেঙ্গি ছড়ানোর জন্য বস্তি এলাকা তেমনভাবে দায়ী নয়। ডেঙ্গির মশার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল এখন বলিউডি রথী-মহারথীদের বাংলো!

বিএমসি’র পরিদর্শকরা হানা দিয়েছিলেন জুহু এবং মালাবার হিলসের মতো অভিজাত এলাকায়। দেখা গিয়েছে, অনিল কপূর, জুহি চাওলা এবং জিতেন্দ্র’র বাংলোর আনাচে কানাচে অবাধে চলছে ডেঙ্গির মশার জীবনচক্র। বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, চারপাশ পরিচ্ছন্ন রাখা, ঝোপ-জঙ্গল বাড়তে না দেওয়ার মতো যে অতি সাধারণ বিষয়গুলির দিকে খেয়াল রাখার কথা সরকারি বিজ্ঞাপনে প্রচার করা হচ্ছে, তা একেবারেই বোধ হয় কানে যায়নি এই বলিউডি তারকাদের। তাই মুম্বইয়ের পৌর আইনের ৩৮১-বি ধারায় অনিল, জিতেন্দ্র, জুহিদের ২০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা হচ্ছে বলে বিএমসি সূত্রের খবর। অমিত কুমারের বাড়িতে পরিস্থিতি ততটা খারাপ নয়। তাই এ যাত্রা তাঁকে জরিমানার মুখে পড়তে হচ্ছে না। তাঁকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

Advertisement

বিএমসি কর্তারা বলছেন, এই সেলিব্রিটিদের বাড়িতে পরিদর্শকরা আচমকা হাজির হননি। পরিদর্শনে যাওয়া হবে বলে জানিয়ে একাধিক বার নোটিস পাঠানো হয়েছে। ডেঙ্গি সংক্রান্ত সতর্কতা বিধি অনুসৃত না হয়ে থাকলে, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট সময় যাতে এই তারকারা পান, তার জন্যই আগাম নোটিস পাঠানো হয়েছিল। তাতে কেউ কেউ সতর্ক হয়েছেন ঠিকই। কিন্তু, অনিল কপূর, জিতেন্দ্র, জুহিরা খুব একটা গুরুত্ব দেননি বিএমসি’র সতর্কবার্তাকে।

রোগ-ব্যাধি রুখতে সরকারি বিজ্ঞাপনে জনচেতনার মুখ হিসেবে দেখা যায় বলিউডি তারকাদেরই। নাগরিক কর্তব্য সম্পর্কে তাঁদেরই এমন অবহেলা গোটা বলিউডকেই অস্বস্তির মুখে ফেলছে। তবে শুধু বলিউড নয়, মুম্বইয়ের সব ধরনের অভিজাত এলাকাতেই নাগরিক সচেতনতার অভাব লক্ষ্য করেছে বিএমসি। পরিদর্শকরা জানাচ্ছেন, ধারাভির মতো এলাকায় মানুষ ৎতটা সম্ভব সতর্কতা অবলম্বন করে চলছেন। কিন্তু অভিজাত বাংলো এবং বহুতলগুলিতে ডেঙ্গির মশার বাড়বাড়ন্ত উদ্বেগজনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন