জঙ্গিদের গুলিতে জখম সাংবাদিক

বড়ো জঙ্গিদের বিরুদ্ধে খবর লেখায় প্রথমে সাংবাদিককে গুলি করে জখম করল জঙ্গিরা। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে গাড়িতে তুলে দু’ঘণ্টা ধরে চলল মারধর। আশঙ্কাজনক অবস্থায় ওই সাংবাদিক আপাতত হাসপাতালে ভর্তি। অসমের উদালগুড়ি জেলার এই ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:৪৫
Share:

বড়ো জঙ্গিদের বিরুদ্ধে খবর লেখায় প্রথমে সাংবাদিককে গুলি করে জখম করল জঙ্গিরা। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে গাড়িতে তুলে দু’ঘণ্টা ধরে চলল মারধর। আশঙ্কাজনক অবস্থায় ওই সাংবাদিক আপাতত হাসপাতালে ভর্তি। অসমের উদালগুড়ি জেলার এই ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, গত কাল রাত সওয়া ন’টা নাগাদ, ‘অসমিয়া প্রতিদিন’ সংবাদপত্রের সাংবাদিক প্রশান্ত কুমার খয়রাবাড়ি থেকে মোটর সাইকেলে তাম্রেশ্বরে, নিজের বাড়ির উদ্দেশে রওনা হন। কিছুক্ষণ পরে, নম্বরপ্লেটহীন একটি গাড়ি তাঁর পথ আটকায়। অজ্ঞাতপরিচয় পাঁচ যুবক গাড়ি থেকে নেমে আসে। এদের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালায়। এর মধ্যে একটি গুলি প্রশান্তবাবুর বাঁ কাঁধে লাগে। ওই যুবকরা নিজেদের এনডিএফবি সদস্য বলে দাবি করে। এরপর, রক্তাক্ত অবস্থায় তাঁকে গাড়িতে তোলা হয়। তাঁর বাইকটি চালিয়ে পিছনে আসতে থাকে ২ জঙ্গি। গাড়ির ভিতরে চলতে থাকে মারধর।

জঙ্গিরা বলে, অ-বড়ো হয়ে বড়োভূমিতে বসে এনডিএফবির বিরুদ্ধে নাগাড়ে খবর লিখতে থাকায় তাঁকে শাস্তি পেতে হবে। সাড়ে ১১টা নাগাদ প্রশান্তবাবুর চোখ ও হাত বেঁধে সংজ্ঞাহীন অবস্থায় টংলা-জোড়পুখুরি এলাকায় ফেলে জঙ্গিরা চলে যায়। টংলার বাবুপাড়া থেকে উদ্ধার করা হয় তাঁর মোটর বাইকটি। প্রথমে পুলিশ তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু রক্তক্ষরণ বেশি হওয়ায় তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

Advertisement

ঘটনার প্রতিবাদ করে, বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন। অল বড়ো ছাত্র সংগঠন অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করার দাবি জানায়।

বড়োল্যান্ড সাংবাদিক সংগঠন ও অসম জার্নালিস্ট ফোরাম ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement