Bengaluru Horror

সুটকেস থেকে উদ্ধার তরুণীর দেহ! খুনের পর ব্যাগে ভরে ফেলে দেওয়া হয়েছিল ট্রেন থেকে, সন্দেহ পুলিশের

বেঙ্গালুরুতে একটি রেলওয়ে সেতুর কাছে সুটকেসের ভিতর থেকে উদ্ধার হল তরুণীর দেহ। তাঁকে খুন করে দেহটি সুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল বলে সন্দেহ পুলিশের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৭:৫১
Share:

বুধবার বেঙ্গালুরুতে রেলওয়ে সেতুর কাছে উদ্ধার হওয়া সুটকেস। ছবি: সংগৃহীত।

ফের সুটকেসের ভিতর থেকে উদ্ধার হল তরুণীর দেহ! এ বারের ঘটনাস্থল বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে একটি রেলসেতুর কাছে নীল রঙের ওই সুটকেসটি উদ্ধার হয়। স্যুটকেসের কিছুটা অংশ ছেঁড়া ছিল। তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করে দেহটি সুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর শহরতলিতে পুরাতন চন্দ্রপুরা রেলসেতুর কাছে। সকালে স্থানীয় বাসিন্দারা সুটকেসটি সেখানে পড়ে থাকতে দেখেন। তাঁরাই থানায় খবর দেন। পুলিশ সূত্রে খবর, সুটকেস থেকে যে তরুণীর দেহ উদ্ধার হয়েছে, তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সুটকেসের ভিতরে বা তরুণীর দেহের সঙ্গে কোনও নথিপত্র পাওযা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। এ অবস্থায় ওই তরুণীর নাম, তিনি কোথায় থাকতেন— এই সব তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা। ঘটনায় ইতিমধ্যে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বেঙ্গালুরু (গ্রামীণ) পুলিশ সুপার সিকে বাবা জানান, চলন্ত ট্রেন বা রেলের কোনও সম্পত্তি থেকে ওই সুটকেসটি ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সাধারণত এই ধরনের ঘটনাগুলি রেল পুলিশের আওতায় পড়ে। তবে ঘটনাটি স্থানীয় থানা এলাকাতেও ঘটে থাকতে পারে। তাই স্থানীয় পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার জানান, ওই সুটকেসের মধ্যে শুধুমাত্র দেহটিই পাওয়া গিয়েছে। পরিচয়পত্র বা অন্য কিছু ছিল না। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই তরুণীর বয়স ১৮ বছরের আশপাশে হতে পারে।

Advertisement

সম্প্রতি হরিয়ানার গুরুগ্রামেও রাস্তার ধারে সুটকেসের ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। এ বার ফের বেঙ্গালুরুতে সুটকেসের ভিতর থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement