Classmate Shot Dead

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সহপাঠীকে বাবার পিস্তল দিয়ে গুলি করে খুন নয়ডার অভিজাত আবাসনে! ধৃত একাদশের দুই ছাত্র

পুলিশ জানিয়েছে, নয়ডার সেক্টর ৪৮-এর ঘটনা। নিহত ছাত্রের মায়ের অভিযোগ, শনিবার রাতে তাঁর পুত্র বাড়িতে ছিল। এক কিশোর এসে তাঁর পুত্রকে ডেকে নিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৪:১৩
Share:

প্রতীকী ছবি।

সহপাঠীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা অভিযোগ উঠল একাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের একটি অভিজাত আবাসনে। রবিবার ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, নয়ডার সেক্টর ৪৮-এর ঘটনা। নিহত ছাত্রের মায়ের অভিযোগ, শনিবার রাতে তাঁর পুত্র বাড়িতে ছিল। এক কিশোর এসে তাঁর পুত্রকে ডেকে নিয়ে যায়। প্রথমে যেতে চাইছিল না সে। জোরাজুরি করে ওই সহপাঠী। তার পর বাড়ি থেকে বেরিয়ে যায়।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই সহপাঠীর বাড়িতে আগে থেকেই আরও এক ছাত্র হাজির ছিল। সহপাঠীর বাড়িতে কিশোর ঢুকতেই তাকে বাবার লাইসেন্সড পিস্তল থেকে গুলি করে এক ছাত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, কিশোরের সঙ্গে অভিযুক্ত ছাত্রের বেশ কিছু দিন আগে ঝামেলা হয়েছিল। গুলির আওয়াজ শুনে পড়শিরা বেরিয়ে আসেন। তখন তাঁরা কিশোরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পড়শিরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে কিশোরকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজ়িন, পাঁচটি তাজা কার্তুজ, একটি গুলির খোল উদ্ধার হয়েছে। দুই ছাত্রকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুরনো ঝামেলার জেরেই কি খুন, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, কা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement