Bengaluru Molestation

‘আমার পিঠে ব্যথা হচ্ছিল, হাত দিয়ে ডলছিলাম!’ তরুণীর ঊরুতে হাত বোলানোর অভিযোগে ধৃত অ্যাপ বাইকচালকের দাবি

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এক তরুণীকে হেনস্থার অভিযোগ ওঠে অ্যাপ বাইকচালকের বিরুদ্ধে। ওই তরুণী জানিয়েছেন, শহরে তিনি নতুন। তাই রাস্তাঘাট খুব একটা চেনেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৩:২২
Share:

প্রতীকী ছবি।

তাঁর বিরুদ্ধে যে হেনস্থার অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা। এমনই দাবি করলেন বেঙ্গালুরুর ধৃত অ্যাপ বাইক চালক। পুলিশের জেরায় পাল্টা তাঁর দাবি, ‘‘আমার পিঠে যন্ত্রণা হচ্ছিল। বাইক চালাতে চালাতে পিঠ ডলার চেষ্টা করছিলাম।’’ তবে পুলিশ জানিয়েছে, বাইকের পিছনের বসা তরুণী তাদের কাছে অভিযোগ করেছেন, তাঁর ঊরুতে হাত বোলাচ্ছিলেন বাইকচালক। আপত্তি জানানোর পরেও একই কাজ করেছেন। বাইকচালকের দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এক তরুণীকে হেনস্থার অভিযোগ ওঠে অ্যাপ বাইকচালকের বিরুদ্ধে। ওই তরুণী জানিয়েছেন, শহরে তিনি নতুন। তাই রাস্তাঘাট খুব একটা চেনেন না। ফলে তাঁকে অ্যাপ ক্যাব বা অ্যাপ বাইকের উপরই ভরসা করতে হয় নিজের গন্তব্যে পৌঁছোনোর জন্য। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ভাড়াবাড়িতে ফেরার জন্য অ্যাপ বাইক বুক করেছিলেন তরুণী। তাঁর অভিযোগ, বাইকটি কিছু দূর এগোনোর পরই চালক তাঁর ঊরুতে হাত বোলানো শুরু করেন। তিনি বলেন, ‘‘দাদা, এটা কী করছেন?’’ তরুণীর দাবি, আপত্তি জানানোর পরেও বাইকচালক একই কাজ করছিলেন।

তাঁর দাবি, যেহেতু তিনি রাস্তা চেনেন না, তাই সেই মুহূর্তে বাইক ছেড়ে দিতেও পারেননি। আর ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে, তিনি ঠিকমতো ভিডিয়োও করতে পারেননি। গন্তব্যে পৌঁছোতেই এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন, কী হয়েছে। তখন তরুণী তাঁকে বিষয়টি জানান। ওই ব্যক্তি বাইকচালককে জিজ্ঞাসা করেন কেন তিনি এই ধরনের কাজ করেছেন। তখন বাইকচালক ক্ষমা চেয়ে নিয়ে বলেন, আর কোনও দিন তিনি এ কাজ করবেন না। তরুণীর অভিযোগ, বাইক নিয়ে চলে যাওয়ার সময় চালক তাঁকে অশ্লীল ভঙ্গি করেন।

Advertisement

বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) অক্ষয় এম হাকায় জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে সমাজমাধ্যমে করা তরুণীর পোস্ট পুলিশের সাইবার শাখার নজরে পড়ে। তার পরই তরুণীর সঙ্গে যোগাযোগ করা হয়। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। তরুণীও অভিযোগ দায়ের করেছেন। তার পরই বাইকচালককে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement