প্রতিনিধিত্বমূলক ছবি।
পানমশলা কেনার টাকা দেননি স্বামী। অভিমানে তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। উত্তরপ্রদেশের চিত্রকূটের ঘটনা। মৃতার নাম জ্যোতি যাদব। দুই সন্তানের মৃত্যু হলেও তৃতীয় সন্তানের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, তামাক এবং পানমশলায় আসক্ত ছিলেন জ্যোতি। শনিবার তাঁর স্বামী বাবু যাদবের নেশার দ্রব্য কেনার টাকা চেয়েছিলেন তিনি। কিন্তু বাবু দিতে চাননি। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটিও হয়। সন্ধ্যাবেলায় তিন সন্তানকে নিয়ে বিষ খান জ্যোতি। তার কিছু ক্ষণ পরেই বাড়ি ফেরেন বাবু। তিনি দেখেন, ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন জ্যোতি। তার পাশেই পড়ে ছিল দুই সন্তান। আরও এক সন্তান ছটফট করছিল।
পড়শিদের ডেকে সঙ্গে সঙ্গে হাসপাতালে চার জনকে নিয়ে যান বাবু। কিন্তু চিকিৎসকেরা বাবুর দুই সন্তান এবং স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। আর এক সন্তানের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেশীরা জানিয়েছেন, জ্যোতি নিয়মিত তামাক এবং পানমশলা খেতেন। তাঁর স্বামী বার বার নিষেধ করেছিলেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে অশান্তিও হত। শনিবার সেই অশান্তি চরমে ওঠে। বাবু পেশায় ট্রাকচালক। শনিবার অশান্তির পর কাজে চলে যান বাবু। বাড়ি ফিরে দেখেন তাঁর সন্তানেরা এবং স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে রয়েছে।