Puri Death

পুরীর জগন্নাথ মন্দিরের অশীতিপর সেবায়েত খুন! রাস্তার ধারে মিলল ক্ষতবিক্ষত দেহ

বুধবার জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে সাজ সাজ রব ছিল পুরীর মন্দিরে। ছিল কঠোর নিরাপত্তাও। তার মাঝেই সেবায়েতকে খুন করা হয়েছে বলে অভিযোগ! সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই সেবায়েতের নাম জগন্নাথ দীক্ষিত (৮৩)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৪:৫১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

খুন হলেন পুরীর জগন্নাথ মন্দিরের অশীতিপর সেবায়েত! রাস্তার ধারে মিলল ক্ষতবিক্ষত দেহ। বুধবার পুরীর গুড়িয়াশাহীর রাবেণী চৌরায় ঘটনাটি ঘটেছে। ৮৩ বছর বয়সি ওই বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

বুধবার জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে সাজ সাজ রব ছিল পুরীর মন্দিরে। ছিল কঠোর নিরাপত্তাও। তার মাঝেই সেবায়েতকে খুন করা হয়েছে বলে অভিযোগ! সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই সেবায়েতের নাম জগন্নাথ দীক্ষিত (৮৩)। ওই বৃদ্ধ সেবায়েত মন্দিরের একজন ‘সুপকার’ অর্থাৎ রাঁধুনি ছিলেন। বুধবার রাবেণী চৌরা এলাকায় রাস্তার ধারে জগন্নাথের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে এটিকে খুন বলেই সন্দেহ করছে পুলিশ।

এলাকার সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুপুরের কোনও এক সময়ের দৃশ্য। সে সময় রাস্তায় আশপাশে বিশেষ জনমানুষ নেই। সেই সুযোগে এক যুবক জগন্নাথের দেহটি রাস্তার পাশে ফেলে যাচ্ছেন। ওই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশও। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার বিনীত আগরওয়াল সংবাদ সংস্থাকে বলেন, ‘‘প্রাথমিক ভাবে এটিকে খুনের ঘটনা বলেই মনে করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’’ ওই সেবায়েতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement