Body Found from Bhakra Canal

পুলিশ-বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন, পরের দিন ভাকরা ক্যানাল থেকে উদ্ধার তরুণীর দেহ

গত সপ্তাহে হিমাচল প্রদেশে নিজের বাড়িতে গিয়েছিলেন নিশা। গত সোমবার, ২০ জানুয়ারি ফিরেছিলেন চণ্ডীগড়ে। ওই দিন সন্ধ্যায় নিজের ভাড়া বাড়ি থেকে যুবরাজের সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন নিশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২২
Share:

মৃত নিশা (ইনসেটে)। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এক পুলিশ-বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন ২২ বছরের তরুণী। তার কয়েক ঘণ্টা পরেই ভাকরা ক্যানেল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। নিশা নামে ওই তরুণীর বাড়ি হিমাচল প্রদেশের মন্ডী জেলায়। যুবরাজ নামে ওই পুলিশ আধিকারিককে হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিশা মন্ডীর যোগিন্দরনগরের শেরু গ্রামের বাসিন্দার। চণ্ডীগড়ের একটি কেন্দ্রে বিমানসেবিকা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। সে কারণে গত তিন বছর ধরে চণ্ডীগড়েই থাকতেন তিনি। অভিযুক্ত যুবরাজের বয়স ৩৩ বছর। তিনি ফতেহগড় সাহিবের বাসিন্দা। মোহালির একটি থানায় নিযুক্ত ছিলেন। তদন্তে নেমে পুলিশ জেনেছে, যুবরাজের সঙ্গে বন্ধুত্ব ছিল নিশার।

গত সপ্তাহে হিমাচল প্রদেশে নিজের বাড়িতে গিয়েছিলেন নিশা। গত সোমবার, ২০ জানুয়ারি ফিরেছিলেন চণ্ডীগড়ে। ওই দিন সন্ধ্যায় নিজের ভাড়া বাড়ি থেকে যুবরাজের সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন নিশা। বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে বিষয়টি। তার পর থেকেই তাঁর ফোন সুইচড অফ ছিল। অনেক চেষ্টা করেও নিশার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। তার পরেই তারা থানায় এফআইআর করে। ২১ জানুয়ারি, মঙ্গলবার ভাকরা ক্যানেল থেকে নিশার দেহ উদ্ধার হয়। পরের দিন, বুধবার তরুণীর দেহ হাসপাতালে এসে শনাক্ত করে তাঁর পরিবার। এর পরেই পরিবারের হাতে নিশার দেহ তুলে দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে হেফাজতে নেওয়া হয় যুবরাজকে। পুলিশ সূত্রে খবর, রোপারে পথরেড়ি গ্রামের কাছে সেচখালে ধাক্কা দেওয়া হয় নিশাকে। এই বিষয়ে আর বেশি কিছু জানায়নি পুলিশ। তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement