Bengaluru Airport Bomb Threat

বোমায় ওড়ানো হবে বিমানবন্দর, শপিং মল! বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের দফতরে হুমকি ইমেল, শহর জুড়ে তল্লাশি জারি

মোহিত কুমারের নামে বেঙ্গালুরুর পুলিশ কুমারের দফতরে ইমেল করা হয়েছে, সেই ব্যক্তির আসলে কে, তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫
Share:

প্রতীকী ছবি।

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরকে বোমায় উড়িয়ে দেওয়া হুমকি দিয়ে ইমেল করা হল বেঙ্গালুরুর পুলিশকে। জইশ-ই মহম্মদ জঙ্গিগোষ্ঠীর নামে সেই ইমেল পাঠানো হয়েছে। যে ব্যক্তি নামে ইমেল পাঠানো হয়েছে, তাঁর নাম মোহিত কুমার। ইমেলে বলা হয়েছে, কেম্পেগৌড়া বিমানবন্দর, অরিয়ন মল, লুলু মল, ফোরাম সাউথ মল, মন্ত্রী স্কোয়ার মল-সহ বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করে সন্ধ্যা ৭টার মধ্যে উড়িয়ে দেওয়া হবে বার্তা দেওয়া হয়েছে। বার্তা পাঠানো হয়েছে পুলিশ কমিশনারের দফতরে।

Advertisement

এই ঘটনার পরই কেম্পেগৌড়া বিমানবন্দর-সহ ইমেলে উল্লিখিত জায়গাগুলিতে তল্লাশি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জারি। বিশেষ করে কয়েকটি রাজ্য এবং শহরকে ‘কোর জ়োন’ হিসাবে চিহ্নিত করে তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যেই বেঙ্গালুরু বিমানবন্দরে বোমার হুমকি আসায় হুলস্থুল পড়ে গিয়েছে।

এই প্রথম নয়, গত জুনেও শহরের বেশ কয়েকটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। বেশ কয়েকটি নামী স্কুলে বোমার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। রেনে জোশিলদা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। জানা যায়, জোশিলদা এক জন সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। তবে যে মোহিত কুমারের নামে বেঙ্গালুরুর পুলিশ কুমারের দফতরে ইমেল করা হয়েছে, সেই ব্যক্তির আসলে কে, তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement