বম্বে হাই কোর্টে। ফাইল চিত্র।
দিল্লি হাই কোর্টে শুক্রবার সকালে বোমাতঙ্ক ছড়ায়। সেই ঘটনার কেশ কাটতে না কাটতেই দুপুরে একই রকম ঘটনা ঘটল বম্বে হাই কোর্টে। পুলিশ সূত্রে খবর, একটি ইমেলে হুমকিবার্তা আসে, আদালত চত্বরে বোমা রাখা রাখা আছে। সেটি বিস্ফোরণ ঘটানো হবে। সেই হুমকি বার্তা পাওয়ার পরই প্রধান বিচারপতিকে সতর্ক করেন আদালতের নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকেরা।
আদালতে বোমা রাখা আছে, এই হুমকিবার্তা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। সেই সময় আদালতের বিভিন্ন বেঞ্চে শুনানি চলছিল। প্রধান বিচারপতি বার্তা পেতেই সমস্ত শুনানি স্থগিত রেখে আদালত চত্বর খালি করার নির্দেশ দেন। বার অ্যাসোসিয়েশনও আইনজীবীদের ফোর্ট কমপ্লেক্সের ঘরগুলি খালি করে দেওয়ার জন্য বলে। খবর আসার কিছু ক্ষণের মধ্যে পুরো পরিসর খালি করে দেওয়া হয়। বিচারকদের অন্য গেট দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাই কোর্টে আসে ডগ এবং বম্ব স্কোয়াড। পুরো আদালতকে নিরাপত্তায় মুড়ে ফেলে তল্লাশি শুরু হয়।
আইনজীবী উদয় ওয়ারুনজিকার জানান, এই প্রথম নয়, এর আগেও একই রকম হুমকিবার্তা পাঠানো হয়েছিল হাই কোর্টে। গত তিন দশকে এ রকম তিনটি হুমকিবার্তা আসে আদালতে। নিরাপত্তার স্বার্থে আদালত চত্বর খালি করে দেওয়া হয়েছে প্রতি বারই। শুক্রবার সকালে একই রকম হুমকিবার্তা পাঠানো হয় দিল্লি হাই কোর্টে।