Bomb Threat in Delhi High Court

বিস্ফোরণের হুমকি দিয়ে দিল্লি হাই কোর্টে ইমেল! লিখে পাঠানো হল পরবর্তী ‘টার্গেট’-এরও নাম

হুমকি ইমেল পাওয়ার পরেই পুলিশ এবং বম্ব স্কোয়াড পৌঁছোয় দিল্লি হাই কোর্টে। আদালত চত্বর এবং আদালতের ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে তারা। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত সন্দেহজনক কিছু নজরে পড়েনি পুলিশের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫১
Share:

বোমাতঙ্ক দিল্লি হাই কোর্টে। ছবি: সংগৃহীত।

এ বার দিল্লি হাই কোর্টে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে দিল্লি হাই কোর্টের কর্তৃপক্ষের একটি হুমকি ইমেল পান। ওই ইমেলে দাবি করা হয়, হাই কোর্টের বিচারপতির চেম্বারে বিস্ফোরণ ঘটানো হবে। তবে প্রেরক এ-ও দাবি করেন, এই বিস্ফোরণ তাঁদের মূল লক্ষ্য নয়। তাঁদের উদ্দেশ্য অন্য। এই বিস্ফোরণ হবে শুধু এটা বোঝানোর জন্য, যে হুমকিটি ভুয়ো নয়!

Advertisement

হুমকি বার্তা পাওয়ার পরেই বন্ধ করে দেওয়ার দিল্লি হাই কোর্টের সব বেঞ্চের শুনানি। খালি করে দেওয়া হাই কোর্ট চত্বর। পুলিশ এবং বম্ব স্কোয়াড পৌঁছোয় হাই কোর্টে। আদালত চত্বর এবং আদালতের ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে তারা। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত সন্দেহজনক কিছু নজরে পড়েনি পুলিশের। তবে এখনই হুমকিকে ভুয়ো বলতে নারাজ দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, ‘কানিমোঝি থেভিডিয়া’ নামে এক ইমেল আইডি থেকে হুমকিবার্তা পাঠানো হয় দিল্লি হাই কোর্টে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়, ‘‘শীঘ্রই বিচারপতিদের চেম্বারে বিস্ফোরণ হবে।’’ তবে এই বিস্ফোরণ শুধুমাত্র ‘ট্রেলর’, কিছু দিনের মধ্যেই তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের পুত্র ইনবানিধির উপর অ্যাসিড হামলা করা হবে।

Advertisement

কেন উদয়নিধির পুত্রের উপর হামলা চালানো হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন ইমেল প্রেরক। তাঁর মূল বক্তব্য বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ রাহুল গান্ধী, উদয়নিধির মতো নেতারা। এঁরা উত্তরাধিকার সূত্রে রাজনীতি এসে লড়াই থেকে বিরত থাকছেন। ইমেলে আরও দাবি, ‘‘ধর্মনিরপেক্ষ নেতাদের বিবর্তনের প্রয়োজন, আর তার জন্য কিছু লোককে নির্মূল করা হবে।’’ আরও বলা হয়েছে, ‘‘আমরা ড: এজিলান নাগানাথনকে ডিএমকে-র দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিচ্ছি। এই সপ্তাহেরই ইনবানিধির উপর অ্যাসিড ছোড়া হবে।’’ হুমকি যে ভুয়ো নয়, তা প্রমাণ করতেই নমুনা হিসাবে দিল্লি হাই কোর্টে বোমা হামলা করা হবে বলেও ইমেলে জানানো হয়।

দিন কয়েক আগেই মুম্বইয়ের ৩৪ জায়গায় ৪০০ কেজি আরডিএক্স দিয়ে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়। মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াট্‌সঅ্যাপ হেল্পলাইনে সেই হুমকিবার্তাটি এসেছিল। সেখানে বলা হয়, বিস্ফোরণ ঘটিয়ে এক কোটি মানুষকে হত্যা করা হবে। আর সেই বিস্ফোরণ ঘটাতে ৩৪ জন শহরে ঢুকেছে। ১৪ জন পাক জঙ্গিও শহরে ঢুকে পড়েছে বলে হুমকি দেওয়া হয়। পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-ই-জিহাদির নাম উল্লেখ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পরই মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। জারি করা হয় ‘হাই অ্যালার্ট’। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হুমকিবার্তা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত অশ্বিনী কুমারকে গ্রেফতার করে। এ বার দিল্লি হাই কোর্টে বিস্ফোরণের হুমকি দেওয়া হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement