মুলায়মের গ্রেফতারি চাইছে ভিএইচপি

যোগাযোগ করা হবে নিহতদের পরিবারের সঙ্গেও। আগামিকাল থেকে তিন দিন কর্নাটকে চলবে ভিএইচপি-র ‘ধর্ম সংসদ’। সেখানে রাম জন্মভূমির পাশাপাশি মুলায়মের এই ‘স্বীকারোক্তি’ নিয়েও সরব হবেন নেতারা।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০২:৪৪
Share:

মুলায়ম সিংহ যাদব। —ফাইল চিত্র।

পুলিশের গুলিতে ১৯৯০ সালে অযোধ্যায় ২৮ জন করসেবকের মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

Advertisement

গত কাল তাঁর জন্মদিনের অনুষ্ঠানে মুলায়ম বলেন, ‘‘দেশের অখণ্ডতা রক্ষার জন্য যদি আরও বেশি লোককে মারার প্রয়োজন পড়ত, নিরাপত্তা বাহিনী তা করত।’’ এর পরেই আজ ভিএইচপি-র মিডিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা শরদ শর্মা এক বিবৃতিতে বলেন, ‘‘সপা প্রতিষ্ঠাতার এই বক্তব্যের ভিত্তিতে অবিলম্বে এফআইআর দায়ের করে তাঁকে গ্রেফতার করা উচিত যোগী আদিত্যনাথ সরকারের।’’ মুলায়মকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের খলনায়ক জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিষয়টি নিয়ে যোগী সরকারের পাশাপাশি কোর্টে যাবেন তাঁরা। যোগাযোগ করা হবে নিহতদের পরিবারের সঙ্গেও। আগামিকাল থেকে তিন দিন কর্নাটকে চলবে ভিএইচপি-র ‘ধর্ম সংসদ’। সেখানে রাম জন্মভূমির পাশাপাশি মুলায়মের এই ‘স্বীকারোক্তি’ নিয়েও সরব হবেন নেতারা।

ভিএইচপি-র এই দাবি নিয়ে মন্তব্য করেনি উত্তরপ্রদেশ বিজেপির নেতা বিজয়বাহাদুর পাঠক। তবে তিনি বলেছেন, ‘‘পুরভোটে মেরুকরণের উদ্দেশ্যেই এই মন্তব্য করেছেন মুলায়ম। নিজে রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে এখন ছেলে অখিলেশের জন্য জমি তৈরি করতে চাইছেন।’’ উত্তরপ্রদেশের রাজ্যপালের প্রাক্তন উপদেষ্টা তথা আইন বিশেষজ্ঞ সি বি পাণ্ডের মতে, রাজ্য প্রশাসন যদি এফআইআর দায়েরও করে, সে ক্ষেত্রে তদন্ত শুরু হলে কিছু ‘পদ্ধতিগত জটিলতা’ দেখা দিতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন