—প্রতিনিধিত্বমূলক ছবি।
অসাবধানতার বশে ভারত-বাংলাদেশ জলসীমান্ত লঙ্ঘন করে যে সকল মৎস্যজীবী ভারতে বা বাংলাদেশে প্রবেশ করেছিলেন তাঁদের মধ্যে বহুজনকে মুক্তি দিল দু’দেশের সরকার।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারত থেকে যে সকল মৎস্যজীবী বাংলাদেশে প্রবেশ করেন, তাঁদের মধ্যে ২৩ জনকে মুক্তি দিয়েছে সে দেশের সরকার।
অন্য দিকে, অন্তত ১২৮ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে দিল্লি। মৎস্যজীবীদের মানবিক ও জীবিকার উদ্বেগের কথা মাথায় রেখে তাঁদের সঙ্গে তাঁদের জলযানগুলিও ছেড়ে দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে।
এ ছাড়াও জেলে থাকাকালীন মৎস্যজীবীদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেই দিকে কড়া নজর ছিল দুই দেশের হাই কমিশনের।