Firecrackers

মোবাইল দেখছিল কিশোরী! বাজি ভরা লোহার পাইপ ছিটকে এসে লাগল মাথায়, হল না শেষরক্ষা

হেনার বান্ধবী মান্য পুলিশকে জানিয়েছে, দু’টি পাথরের মাঝে লোহার পাইপ বসিয়ে তার মধ্যে বাজি ভরে পোড়াচ্ছিলেন ওই যুবক এবং তাঁর দুই সঙ্গী। বাজিতে আগুন ধরাতেই বিস্ফোরণ হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:২৮
Share:

— প্রতীকী চিত্র।

লোহার পাইপে বাজি ভরে পোড়াচ্ছিলেন এক যুবক এবং তাঁর দুই নাবালক সঙ্গী। বাজি ফাটলে সেই লোহার রড ছিটকে গিয়ে লাগে কাছে দাঁড়িয়ে থাকা এক কিশোরীর মাথায়। তাতেই মৃত্যু হয় ১৬ বছরের হেনার। অহমদাবাদের ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিন জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

সাবরমতীর চেনপুর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ অক্টোবর পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আবাসনের সামনে দীপাবলি উদ্‌যাপন করছিল হেনা। কাছেই বাজি পোড়াচ্ছিলেন তিন অভিযুক্ত। হেনার বন্ধু মান্য পুলিশকে জানিয়েছেন, দু’টি পাথরের মাঝে লোহার পাইপ বসিয়ে তার মধ্যে বাজি ভরে পোড়াচ্ছিলেন ওই যুবক এবং তাঁর দুই সঙ্গী। বাজিতে আগুন ধরাতেই বিস্ফোরণ হয়। তখন পাইপটি ছিটকে গিয়ে লাগে হেনার মাথায়। সে সময় হেনা মোবাইলে কিছু দেখছিল। পাইপের আঘাতে সে গুরুতর আহত হয়।

হেনাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। কিশোরীর বান্ধবীর থেকে গোটা বিষয়টি জানার পরে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বাবা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ আধিকারিক যুবরাজ সিংহ বাঘেলা জানান, দায়িত্বজ্ঞানহীন ভাবে বাজি পোড়ানোর কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তিন জনকে আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement