Gujarat family

কনে ছাড়াই ছেলের বিয়ে দিল গুজরাতি পরিবার

বিষ্ণু বরোট তাঁর ছেলে অজয়ের বিয়েতে পূর্ণ আয়োজন করেছিলেন। ছিল ঘোড়া, শেরওয়ানি, খাওয়া দাওয়া ব্যান্ডপার্টি সব কিছু। কিন্তু বিয়েতে কোনও কনে ছিল না

Advertisement

সংবাদ সংস্থা

আহমেদাবাদ শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ১৯:৫৩
Share:

কনে ছাড়াই বিয়ে। প্রতীকী চিত্র।

কখনও শুনেছেন কনে ছাড়াই বিয়ে হয় কোনও বরের? এমনটাই হল গুজরাতের হিমন্তনগরে। শুক্রবার ২৭ বছরের ছেলের বিয়ে দিলেন বিষ্ণু বরোট। কিন্তু সেই বিয়েতে কোনও কনে ছিল না।

Advertisement

বিষ্ণু বরোট তাঁর ছেলে অজয়ের বিয়েতে পূর্ণ আয়োজন করেছিলেন। ছিল ঘোড়া, শেরওয়ানি, খাওয়া দাওয়া ব্যান্ডপার্টি সব কিছু। কিন্তু বিয়েতে কোনও কনে ছিল না। তাও সবাই বিয়ের আনন্দে মেতে ওঠেন। কোনও খামতি রাখা হয়নি বিয়ের সব রকম আচার অনুষ্ঠানেও।

আসলে ঘটনা হল অজয় ছোটবেলা থেকে একটি মানসিক রোগে ভোগে, চিকিত্সকদের ভাষায় ‘লার্নিং ডিসএবিলিটি’। ফলে সে নিজেও ছোটবেলা থেকেই জানত তার বিয়ে হবে না। কিন্তু প্রতিবার বিয়েবাড়িতে গিয়ে সে খুব আনন্দ করত, নাচতো সবার সঙ্গে। লোকজনের জাঁকজমক আনন্দ দেখে বিয়েবাড়ি থেকে ফিরে এসে অজয় জিজ্ঞেস করত, তার বিয়ে কবে হবে?

Advertisement

ছেলের সেই বিয়ে করার ইচ্ছেই পূরণ করতে চেয়েছে তার পরিবার। সেই মতো সব আয়োজন করা হয়। ঘোড়ায় চড়ে, শেরওয়ানি পরে বিয়ে করতে যায় অজয়। তার বিয়েতে কার্ড ছাপিয়ে ৮০০ জনকে নেমন্তন্ন করা হয়। চলে ভুরিভোজ।

আরও পড়ুন : বার বার কুকুরকে ঘুষ খাইয়ে বাড়িতে ঢুকছে ভাল্লুক

আরও পড়ুন : ১০০ ছুঁই ছুঁই, তাও জন্মদিনে কর্তব্যে অবিচল বিশ্বের প্রবীণতম নার্স

বিষ্ণু বরোটের এই উদ্যোগের প্রশংসা করেছেন আত্মীয়, পরিজন, প্রতিবেশিরা। দিনের শেষে ছেলের সাধ পূরণ করতে পেরে খুশি হয়েছেন বাবাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন