টুকরো খবর

কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে আজ প্রাণ হারালেন এক জওয়ান। জখম হয়েছেন আরও এক সেনা জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত কাল রাত থেকে দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। দু’জন বা তিন জন জঙ্গিকে এখনও ধরা যায়নি বলে অনুমান করা হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৪ ০২:৪৯
Share:

সেনা-জঙ্গি সংঘর্ষে কাশ্মীরে হত জওয়ান

Advertisement

সংবাদ সংস্থা • শ্রীনগর

কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে আজ প্রাণ হারালেন এক জওয়ান। জখম হয়েছেন আরও এক সেনা জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত কাল রাত থেকে দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। দু’জন বা তিন জন জঙ্গিকে এখনও ধরা যায়নি বলে অনুমান করা হচ্ছে। এ দিকে, গত কয়েক দিন ধরে নিয়ন্ত্রণরেখায় বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলিকে আজ সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়। সেখানে নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি উত্তেজনা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আরও জানান, এ ধরনের ঘটনা ভারত এবং পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক স্থাপনেও সহায়ক নয়। ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল পি আর কুমার এবং পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস মেজর জেনারেল সরফরাজ চৌধুরীর মধ্যে আলোচনার পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন জেটলি। নিয়ন্ত্রণরেখায় সেনা এবং আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ উভয়কেই সব সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে এ দিন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। এই নিয়ে চলতি মাসে এখনও পর্যন্ত ২৪ বার সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান।

Advertisement

দগ্ধ ৫ তীর্থযাত্রী

সংবাদ সংস্থা • কন্যাকুমারী

গভীর রাতে চলন্ত বাসে আগুন লেগে মারা গেলেন ৫ তীর্থযাত্রী। সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে সূত্রের দাবি। রামেশ্বরম মন্দির দেখে ৭৮ জন তীর্থযাত্রীর দলটি ইস্ট-কোস্ট রোড ধরে কন্যাকুমারী যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, বাসটিতে সম্ভবত গ্যাস সিলিন্ডার-সহ কিছু দাহ্য পদার্থ ছিল। দুই চালক পলাতক।

শীলাকে জরিমানা

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

মানহানির মামলায় আদালতে হাজির হতে পারেননি তিনি। তাই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে তিন লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল নয়াদিল্লির একটি আদালত। বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্তর বিরুদ্ধে গত বছর মানহানির মামলা দায়ের করেন শীলা। এর আগেও এক বার আদালতের সামনে হাজির হতে পারেননি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। সে জন্য সে সময় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে সে জরিমানা তিনি মিটিয়েও দেন। আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর। সে দিন শীলাকে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

ট্রেন থেকে ঝাঁপ

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

ইভটিজিং হাত থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হলেন দিল্লির এক তরুণী। অভিযোগ, দুই ভাইয়ের সঙ্গে ট্রেনে দিল্লি থেকে হরিদ্বার যাচ্ছিলেন বছর পঁচিশের মেয়েটি। ট্রেনে দুই যুবক তাঁর ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাঁকে হেনস্থাও করে। তখনই ভয়ে ঝাঁপ মারেন অভিযোগকারিণী।

নিহত যুবককে শ্রদ্ধা জঙ্গিদের

সংবাদ সংস্থা • ঠাণে

জঙ্গি সংগঠনের হয়ে লড়তে ঘর ছেড়েছিল মহারাষ্ট্রের কল্যাণের যুবক আরিফ এজাজ মাজিদ। দু’দিন আগেই তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ বার আরিফের ছবি দিয়ে তাকে অনলাইনে শ্রদ্ধা জানাল একটি জেহাদি সংগঠন। নাম, আনসার উল-তৌহিদ। মে মাসে জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর হয়ে লড়াই করার জন্য ইরাকে পালিয়েছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আরিফ। আনসার উল-তৌহিদ তাদের টুইটার অ্যাকাউন্টে আরিফের ছবি ছেপেছে। তাতে আরবি পোশাক পরে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে আরিফ। পোস্টটিতে আরিফকে শহিদের সঙ্গে তুলনা করা হয়েছে। তার নামের পাশে লেখা, “ঈশ্বরের করুণা ওর সঙ্গে থাকুক।”

মুম্বইয়ে এক অনুষ্ঠানে জুহি চাওলা ও সোহেল খান। ছবি: পিটিআই

জয়পুরে গণেশমূর্তি বিসর্জন। শনিবার। ছবি: পিটিআই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন