জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি
জলে ডুবে মৃত্যু হল এক শিশু কন্যার। জলে ডুবে নিখোঁজ এক যুবকও। রবিবার বিকেল ৩টে নাগাদ ধুবুরি সদর থানা এলাকায় ঘটনা দু’টি ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে ধুবুরি শহর লাগোয়া ঝগরারপার গ্রামে। খেলতে খেলতে বাড়ির পিছনে থাকা একটি জলাশয়ে পড়ে গিয়ে সুমাইয়া বেগমে (১৪ মাস) একটি শিশুর মৃত্যু হয়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর স্থানীয় বাসিন্দারা দেহটি উদ্ধার করেন। বিকেলে কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ধুবুরি শহরের মেলা ঘাটের গদাধর নদীতে পরে জলে তলিয়ে গিয়েছেন রাজীব সাহা ওরফে রিন্টু নামের ২৪ বছরের এক যুবক। চারজন জলে পড়েন। রাজীবের খোঁজ মেলেনি। নদীতে তল্লাশি চলছে। তাঁর বাড়ি কলেজ নগর এলাকায়।
কিশোরীর দেহ উদ্ধার
সংবাদ সংস্থা • মুম্বই
শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার ডাস্টবিনের পাশ থেকে দেহ মিলল মুম্বইয়ের এক ১২ বছরের কিশোরীর। পুলিশ মনে করছে, খুন করার আগে তার উপর যৌন নির্যাতন চালানো হয়। শনিবার বাড়ির বাইরে খেলার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় মেয়েটি। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়।
আধারে ‘হ্যাঁ’ কেন্দ্রের
আধার প্রকল্প নিয়ে কোনও আপত্তি নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ইউপিএ সরকারের আমলে এ ব্যাপারে নানা বিতর্ক তৈরি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের মন্ত্রক একটি চিঠিতে সব রাজ্য সরকারকে জানিয়েছে, একটি আধার নম্বর এক জন ব্যক্তির জন্য নির্ধারিত থাকবে। সে ক্ষেত্রে ওই ব্যক্তির পরিচয় নিয়ে কোনও সমস্যা তৈরি হওয়ার কথা নয়। তাই এই প্রকল্প নিয়ে কোনও সমস্যা নেই। বরং এই কার্ড যে কোনও সময়ে, যে কোনও জায়গায়, যে কোনও ভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিনে নিতে সাহায্য করবে। যদিও ইউপিএ নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীলকুমার শিন্দে বা পি চিদম্বরম আধার কার্ডের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
প্রতিরক্ষার খাতে
প্রতিরক্ষার নতুন সরঞ্জাম কেনার জন্য ৮০ হাজার কোটি টাকা খরচ করতে রাজি হল কেন্দ্রীয় সরকার। ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’-এর তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। তারা জানিয়েছে, দেশেই তৈরি করা হবে ছ’টি ডুবোজাহাজ। মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের কথা মাথায় রেখেই এ দেশে ডুবোজাহাজগুলি তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ইজরায়েলের কাছ থেকে আট হাজারটি আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র কেনা হবে। নজরদারি চালানোর জন্য ১২টি অত্যাধুনিক বিমানও কেনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
কালো টাকা নিয়ে
অবশেষে হস্তক্ষেপ কালো টাকায়। সূত্রের খবর, বিদেশের ব্যাঙ্কে কালো টাকা রয়েছে এমন ৩ জনের নাম আজ সোমবার সুপ্রিমকোর্টে বিশেষ এক হলফনামায় পেশ করতে চলেছে কেন্দ্র। এঁরা কেউ রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত নন বলেই দাবি সূত্রের। মামলা শুরু হলে আরও কিছু নাম জানাতে পারে কেন্দ্র। অ্যাসোচাম রবিবারই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাঁদের যুক্তি, আগ বাড়িয়ে এ ভাবে নাম ঘোষণা করলে অন্যান্য দেশের সঙ্গে কর সংক্রান্ত চুক্তিতে সমস্যা হতে পারে।
ধৃত তিন কর্তা
বেসরকারি অর্থলগ্নি সংস্থা নব-দিগন্ত ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের তিন আধিকারিককে ওড়িশার ভুবনেশ্বর থেকে রবিবার রাতে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রের খবর, সারদার পাশাপাশি আর যে ৪৪ টি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তার মধ্যে নব-দিগন্ত ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের নামও ছিল। রবিবার রাতে ওই সংস্থার চিফ ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন বালিয়ার সিংহ এবং অপর দুই ডিরেক্টর প্রদীপ পট্টনায়েক এবং কার্তিক পারিদাকে ভুবনেশ্বর থেকে সিবিআই গ্রেফতার করে।
অসমে মৃত ৯ পর্যটক
বাস দুর্ঘটনায় মৃত্যু হল একটি পর্যটক দলের ৯ সদস্যের। আহত ২৫ জন। রবিবার ভোরে কলিবরের উলুনির কাছে দুর্ঘটনাটি ঘটে। তদন্তের নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। পুলিশ জানিয়েছে, গুয়াহাটিগামী ওই বাসে ৩৫ জন পর্যটক ছিলেন। বেশিরভাগই লখিমপুরের বাসিন্দা। কয়েক জনের বাড়ি তেজপুরে। ভোরে দ্রুতগতিতে থাকা বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। সজোরে সেটি একটি কালভার্টে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও এক জন মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, বাসটির যাত্রীরা গুয়াহাটি থেকে ট্রেন ধরতে যাচ্ছিলেন।
বাঁচলেন পুলিশ
বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ঝাড়খণ্ডের উচ্চপদস্থ এক পুলিশকর্তা। তবে, মৃত্যু হল এক জনের। জখম ৩ জন। রবিবার সরাইকেলার নাগাসোরেন গ্রামের কাছে রাঁচি-টাটানগর সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, জামশেদপুর যাচ্ছিলেন রাজ্য পুলিশের এডিজি (স্পেশ্যাল ব্রাঞ্চ) রেজি ডুঙডুঙ। উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ওই পুলিশকর্তার গাড়ির সামনে থাকা অন্য একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে। তবে, সওয়ারিদের আঘাত লাগেনি। এডিজি-র গাড়ির সামনে থাকা গাড়িটির যাত্রী অজিত অগ্রবাল ঘটনাস্থলেই মারা যান।
হরিয়ানায় জাঠেদের আধিপত্য খর্ব করতে অ-জাঠ নেতা মনোহরলাল খাট্টারকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে
নিয়েছিল বিজেপি। রবিবার লালকৃষ্ণ আডবাণীর আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন খাট্টার।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। ছবি: পিটিআই