Indigo Flights Crisis

ইন্ডিগো-কে ২২.২ কোটি টাকার জরিমানা! দেশজোড়া উড়ান বিপর্যয়ে শাস্তি কেন্দ্রের, নির্দেশ শীর্ষকর্তাকে অপসারণেরও

গত ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর মোট ২,৫০৭টি উড়ান বাতিল হয়। বদলানো হয় ১,৮৫২টি উড়ানের সময়সূচি। এর জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে তিন লক্ষেরও বেশি যাত্রী আটকে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২২:০৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত ডিসেম্বরে অগুন্তি উড়ান বাতিল এবং চরম যাত্রীভোগান্তির ঘটনায় এ বার দেশের বৃহত্তম বেসরকারি উড়ানসংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ডিজিসিএ। শনিবার রীতিমতো বিবৃতি জারি করে ইন্ডিগোর উপর ২২.২ কোটি টাকার জরিমানা আরোপ করেছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি, সংস্থার উচ্চপদস্থ কর্তাদের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে।

Advertisement

ডিজিসিএ-র বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর মোট ২,৫০৭টি উড়ান বাতিল হয়। বদলানো হয় ১,৮৫২টি উড়ানের সময়সূচি। এর জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে তিন লক্ষেরও বেশি যাত্রী আটকে পড়েন। আচমকা এই উড়ান বিপর্যয়ের জেরে চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। শেষমেশ কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে একটি চার সদস্যের কমিটি গঠন করে তদন্তে নামে ডিজিসিএ। সংস্থার একাধিক শীর্ষকর্তার সঙ্গে কথা বলা হয়। নেটওয়ার্ক প্ল্যানিং, সফ্‌টঅয়্যার, সংস্থার পাইলট ও বিমানকর্মীদের কাজের সময়সূচি — খতিয়ে দেখা হয় সব কিছুই। সেই তদন্তে এ বার জানা গিয়েছে, সংস্থার পরিচালনাগত ত্রুটির জেরে এমনটা ঘটেছে। পরিকল্পনায় বিস্তর গলদের পাশাপাশি ডিজিসিএ-র সংশোধিত ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ বিধিও যথাযথ ভাবে মানতে ব্যর্থ হয়েছে ইন্ডিগো। তার মাশুল হিসাবে এ বার মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে সংস্থাকে। ২২ কোটি ২০ লক্ষ টাকা ডিজিসিএ-কে দিতে হবে তাদের।

ডিজিসিএ আরও জানিয়েছে, ইচ্ছাকৃত ভাবে ইন্ডিগোর কর্মীদের কাজের সময়সূচি এমন ভাবে নির্ধারণ করা হত, যাতে তাঁদের দিয়ে সবথেকে বেশি কাজ করানো যায়। কাজের সময় বাড়িয়ে দেওয়া, দীর্ঘক্ষণ একটানা ডিউটি, বিশ্রামের সময় না দেওয়া— এ সবের জেরে ধীরে ধীরে উড়ানসংস্থার গোটা পরিচালনা ব্যবস্থাই ভেঙে পড়ে, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে যাত্রী পরিষেবার উপরেও।

Advertisement

তদন্তের বিস্তারিত রিপোর্ট কেন্দ্রের বেসামরিক বিমান মন্ত্রকের কাছে পাঠিয়েছে ডিজিসিএ। জরিমানার পাশাপাশি সংস্থার সিইও এবং সিওও-কে সতর্ক করা হয়েছে। সঙ্গে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন‌স)-কে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নিদান দেওয়া হয়েছে। উড়ান নিয়ন্ত্রক সংস্থার কড়া নির্দেশ, আপাতত তাঁকে কোনও দায়িত্ব দেওয়া যাবে না। এ ছাড়া, সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে ইন্ডিগোর আরও বেশ কয়েক জন আধিকারিকের বিরুদ্ধেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement