টুকরো খবর

বিহারের অতিরিক্ত দায়িত্ব নিতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আজ রাষ্ট্রপতি ভবনের তরফে জারি এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আগামী ২৬ নভেম্বর বিহারের রাজ্যপাল ডি ওয়াই পাটিলের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, সেখানে নতুন রাজ্যপাল নিয়োগ না হওয়া পর্যন্ত ত্রিপাঠী দায়িত্ব সামলাবেন।

Advertisement
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ০২:১০
Share:

বিহারেও কেশরীনাথ

Advertisement

বিহারের অতিরিক্ত দায়িত্ব নিতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আজ রাষ্ট্রপতি ভবনের তরফে জারি এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আগামী ২৬ নভেম্বর বিহারের রাজ্যপাল ডি ওয়াই পাটিলের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, সেখানে নতুন রাজ্যপাল নিয়োগ না হওয়া পর্যন্ত ত্রিপাঠী দায়িত্ব সামলাবেন।

Advertisement

গাঁজা উদ্ধার

শিলচরে একটি ট্রাক থেকে প্রায় ১ হাজার কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় দু’জনকে। গত রাতে কাশীপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ট্রাকের চালক ও খালাসি জেরায় জানিয়েছে, প্যাকেট বোঝাই গাঁজা ইম্ফলে নিয়ে যাওয়া হচ্ছিল।

মৃত ১

ট্রাক বিস্ফোরণে মৃত্যু হল এক জনের। জখম ২৭। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সন্ধে সাড়ে ৬টা নাগাদ ডিব্রুগড়ের রাজগড়ে সাপ্তাহিক বাজারে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে মণিলাল গুপ্ত নামে এক ব্যক্তির মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত যান্ত্রিক সমস্যায় ট্রাকটির ইঞ্জিনে বিস্ফোরণ ঘটেছিল।

জখম চালক

সিমেন্ট বোঝাই ট্রাকের চালক, খালাসিকে মারধর করে খালে ফেলে দিয়েছিল সশস্ত্র ডাকাতরা। পুলিশ জানায়, কামরূপ থেকে কমলপুর যাচ্ছিল ট্রাকটি। মাঝরাস্তায় হানা দেয় দুষ্কৃতীরা। পরে জল থেকে গুরুতর জখম অবস্থায় চালক শামসুল ইসলামকে উদ্ধার করা হয়। কিন্তু খালাসির খোঁজ মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন